অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

হাটহাজারী ছাত্রলীগ সভাপতি রাসেল ও ৬ পুলিশসহ ১০ জনের বিরুদ্বে মামলা

0
.

চট্টগ্রামের হাটহাজারীতে ইয়াবা দিয়ে এক গৃহবধুকে ফাঁসানোর অভিযোগে উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রহমান রাসেল, ৬ পুলিশ সদস্যসহ ১০ জনে বিরুদ্বে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

আজ রবিবার দুপুরে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল্লাহ কায়সার এর আদালতে এ মামলা দায়ের করেন তাছমিনা আক্তার নামে এক নারী।

ছাত্রলীগের সভাপতি মো. আরিফুর রহমান রাসেল।

আসামীরা হলেন-হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আরিফুর রহমান রাসেল (৩২), হাটহাজারী থানার এসআই মুকিব হাসান, এসআই মো. সেলিম মিয়া, এসআই কফিল উদ্দীন, কনস্টেবল মো. পারভেজ, কনস্টেবল মো. সাইফুল, নারী কনস্টেবল বৈশাখী রহমান, পুলিশের সোর্স মো. রিংকু সুলতান (২৫), মো. হেলাল উদ্দীন ও মো. হেলাল (৩৫)।

আদালত অভিযোগ আমলে নিয়ে বাদীর বক্তব্য গ্রহন করেন।

বাদীর আইনজীবী মোহাম্মদ ইলিয়াছ পাঠক ডট নিউজকে নিষয়টি নিশ্চিত করেন। মামলার অভিযোগে তিনি জানান, স্বামীর সাথে বিরোধ ও পারিবারিক অশান্তি ও সন্তানদের দেখা করার সুযোগ না পেয়ে উপজেলা ছাত্রলীগ সভাপতি আরিফের শরণাপন্ন হন বাদী। তিনি বিষয়টি সমাধানের আশ্বাস দেন। এ সুযোগে মিথ্যা প্রলোভন দিয়ে বাদীকে একাধিকবার ধর্ষণ করে।পরে উপজেলা সদরের একটি গেষ্ট হাউসে নিয়ে ধর্ষনের পর পুলিশের মাধ্যমে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে দেন বাদীকে।

এ ঘটনায় দীর্ঘ ৬ মাস পর কারাগার থেকে মুক্তি পেয়ে আজ আদালতে মামলা দায়ের করেন বলে জানান বাদী তাছমিনা আক্তার।