অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে স্থায়ী জামিন পেলেন ১৭ বিএনপি নেতাকর্মী

0
.

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোস্তাক আহমেদ খান, চসিকের সাবেক দুই কাউন্সিলরসহ বিএনপির ১৭ জন নেতাকর্মী আদালতে হাজির হয়ে স্থায়ী জামিন পেয়েছেন।

আজ সোমবার (১ মার্চ) চট্টগ্রাম জেলা জজ ইসমাইল হোসেনের আদালত তাদের স্থায়ী জামিনের আবেদন মঞ্জুর করেন।

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ দপ্তর সম্পাদক ইদ্রিস আলী পাঠক ডট নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি জানান, এসব নেতাকর্মী পূর্বে উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।  আদালতের নির্দেশে আজ চট্টগ্রামের নিন্ম আদালতে হাজির হয়ে স্থায়ী জামিন পেয়েছেন।

জানাগেছে ২০১৮ সালের ১৩ জানুয়ারী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বোয়ালীখালী আসনের উপ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা গায়েবী মামলা দায়ের করে প্রশাসন।

সে মামলায় আজ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোস্তাক আহমেদ খান, বোয়ালখালী উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ইছহাক চৌধুরী ও পূর্ব ষোলশহর ওয়ার্ড সাবেক কা্উন্সিলর হাসান লিটন, ৪ নং চান্দগাঁও ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাহবুব আলমসহ চট্টগ্রাম -৮ আসনের বিএনপির ১৭ নেতা-কর্মী জামিন লাভ করেন।

এসময় উপস্থিত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ানসহ অন্যান্য নেতৃবৃন্দ।