অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

শাহ আমানতে বিমানের সীটের নীচ থেকে সাড়ে ১৭ কেজি স্বর্ণের বার উদ্ধার

0
.

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে পরিত্যাক্ত অবস্থায় ১৫০টি  (১৭ কেজি) স্বর্ণের বার উদ্ধার করেছে কর্তৃপক্ষ।

আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে আবুধাবি থেকে আসা থেকে আসা একটি বিমানের সীটের নীচ থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার কর হয়।

চট্টগ্রাম বিমানবন্দর কাস্টমস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালিয়ে বিমানের সিটের পেছনের প্যানেল থেকে টেপ মোড়ানো অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়েছে।

বিমান বন্দরের সহকারী ম্যানেজার খায়রুল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, কাস্টমস, শুল্ক গোয়েন্দা ও এনএসআই টিম যৌথভাবে অভিযান চালিয়ে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার নূরে আলম বলেন, ‘আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তল্লাশি চালিয়ে ১৫০টি বার স্বর্ণ উদ্ধার করা হয়েছে। সবগুলো ওজন সাড়ে ১৭ কেজি।’