অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

দেশে আইনের শাসনের নামে যে অপশাসন চলছে তার দৃষ্টান্ত আসলাম চৌধুরী

0
.

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,‘বাংলাদেশে আইনের শাসনের নামে যে অপশাসন চলছে তার উজ্জ্বল দৃষ্টান্ত বিএনপির যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরী। তাকে নিয়ে যে অন্যায় চলছে, সেটা একদিন আল-জাজিরার মতো বিশ্বের সব সংবাদমাধ্যমে খবর হয়ে উঠে আসবে। এজন্য সরকারকে জবাবদিহি করতে হবে।’

তিনি আজ শুক্রবার (১৯ ফেব্রুয়ারী) চট্টগ্রাম প্রেসক্লাবে কারাবন্দি বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর মুক্তির দাবিতে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির যৌর্থ আয়োজনে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন।

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্করের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশে রাজনীতির সাথে অপরাজনীতি চলছে। দেশ ভিন্ন ধারনের প্রতিহিংসার শিকার প্রতিনিয়ত। আইনের শাসনের নামে অপশাসন চলছে প্রতিনিয়ত। তার উদাহরণ আসলাম চৌধুরী। ওনি বাংলাদেশের একজন জাতীয় নেতা। ওনার নেতৃত্বে উত্তর জেলা বিএনপি শক্তিশালী হয়েছে, সংগঠিত হয়েছে। যার পরিনাম সরকারের প্রতিহিংসার শিকার হয়ে কারাগারে আছেন।

.

তিনি বলেন,শতাধিক মামলায় আসলাম চৌধুরীকে গ্রেফতারের তথ্য দিয়ে তিনি বলেন, ‘গ্রেফতারের পর তার বিরুদ্ধে যে মামলা করা হয়েছিল, তাতে কিন্তু ছয় মাসের মধ্যেই জামিন পেয়ে গেছেন। কিন্তু তাকে মুক্তি না দিয়ে শতাধিক মামলায় গ্রেফতার দেখানো হয়। জামিন নিতে গেলে সরকার বারবার সময়ের আবেদন করে। এর অর্থ হচ্ছে তাকে জেলে আটকে রাখা। এভাবে শুধু সময়ের আবেদন করে আসলাম চৌধুরীকে অন্যায়ভাবে পাঁচ বছর ধরে জেলে আটকে রাখা হয়েছে।’ আসলাম চৌধুরীকে নিয়ে সরকার যা করছে তাতে বুঝা যায় দেশে কি চলছে। ‘রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতা-অর্থের ভাগাভাগির মহোৎসব চলছে। দেশে কোন সরকার নাই, আইনের শাসন নাই, মানুষের অধিকার নাই। আদালত ও পুলিশ সবাইকে সম্পৃক্ত করে ‘প্রজেক্ট’ বাস্তবায়ন করছে

তিনি বলেন, সব মামলায় জামিনের পর মুক্তির আগমুহূর্তে নতুন আরেক মামলায় গ্রেফতার দেখানোর তথ্য দিয়ে আমীর খসরু বলেন, ‘জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট থেকে পাঁচ বছর পর সে সব মামলায় জামিন পেল।  সর্বশেষ মামলায় জামিন পাওয়ার পরও গত ৩ জানুয়ারি তাকে আবার আট বছর আগের ঢাকার শাহবাগ থানার একটি নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। ওই মামলায় সে আসামিও ছিল না। আদালতে আবেদন করে পুলিশ তাকে শ্যোন অ্যারেস্ট দেখায়। তিন দিনের রিমান্ডে নেয়। কিন্তু একদিন জিজ্ঞাসাবাদ করে বাকি দুই দিন জিজ্ঞাসাবাদের জন্য একমাসের সময় চেয়ে আদালতে আবেদন করে।’যার শুনানি আগামী মার্চের ৯ তারিখ নির্ধারণ করেছে আদালত। কোন মামলায় সাজা না হওয়ার পরও সাজার চেয়েও বেশি কারাগারে সরকারের প্রতিহিংসার প্রকৃত উদাহরণ।

আমির খসরু বলেন, আইনের শাসন বলে আর কিছু নেই। যখন জনগনের ভোট নির্বাচিত হয় তখন সেটা সরকার। কিছু লোকের মাধ্যমে দখল করে যখন ক্ষমতায় আসে তখন সেটা রিজিম। দখল করে ক্ষমতায় থাকা রিজিম দেশটা দখলের জন্য তারা এমন পর্যায়ে চলে গেছে। কোর্ট, পুলিশ সবাইকে সম্পৃক্ত করে প্রজেক্ট করেছে। এ প্রজেক্টের মাধ্যমে বেআইনভাবে ক্ষমতায় থাকবে।

আসলাম চৌধুরীকে নিয়ে কর্মকান্ডও একদিন আল-জাজিরার মতো আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসবে বলে সতর্ক করেন সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘যারা আসলাম চৌধুরীকে মামলা দিয়ে, আদালতে সময়ের আবেদন করে, নানা কৌশলে জেলে রাখছেন, তারা এই প্রক্রিয়া থেকে সরে আসুন। আসলাম চৌধুরীকে নিয়ে যা হচ্ছে, আল-জাজিরার মতো বিশ্বের সব জায়গা থেকে একদিন সেটা খবর হয়ে উঠে আসবে। সেদিন আপনাদের জবাবদিহি করতে হবে। সুতরাং তার নাগরিক অধিকার ফিরিয়ে দিন। তাকে মুক্তি দিন। বিশ্ব খুব ছোট হয়ে গেছে। বিশ্বের দৃষ্টিগোচরের বাইরে খুব বেশিদিন থাকা সম্ভব না। আজ না হয় কাল দায়ভার ভোগ করতেই হবে। বাংলাদেশে অনেকেই এভাবে ক্ষমতায় থাকার চেষ্টা করেছে, শেষ রক্ষা হয়নি। জনগণের ইচ্ছার বিরুদ্ধ ক্ষমতা দখল করে টিকে থাকা যায় না।’

খসরু বলেন, মাফিয়া রাষ্ট্রের যে সংজ্ঞা সেটা আজ বেশি পরিচিতি পেয়েছে। আসলাম চৌধুরীর সাথে যেটা হচ্ছে সেটা তো মাফিয়াদের কাজ। এর বাইরে তো কিছু নয়। স্বচ্ছ প্রক্রিয়ায় হলে কোন সমস্যা ছিল না। কিন্তু বিচার চাওয়াটাও মুশকিল হয়ে দাঁড়িয়েছে। সঠিক পক্রিয়ায় বিচার হলে আসলাম চৌধুরী ছয়মাসের মধ্যে জামিন হতো। কিন্তু বিচার চাওয়াটাও আজ মিশকিল হয়ে পড়েছে। আশা করছি, তারা মামলা থেকে সরে আসবে। এসব রাষ্ট্রের জন্য, দেশের জন্য ভাল না। দেশে বিদেশে সব জায়গায় খবর হয়ে যাচ্ছে। এটার জন্য জবাবদিহিতা করতে হবে। দয়া করে নাগরিকের সঠিক আইনের অধিকার ফিরিয়ে দিন।

আমীর খসরু বলেন, ‘বাংলাদেশের জনগণ সবসময় নিজের পথ বেছে নিয়েছে। ১৯৭১ সালে নিয়েছে, ভাষা আন্দোলনের সময় নিয়েছে, এরশাদের বিরুদ্ধে নিয়েছে, ওয়ান-ইলেভেনের সময়ও নিয়েছে। ওয়ান-ইলেভেনে যারা ছিল, জনগণ যখন সংগঠিত হয়ে আন্দোলন শুরুর প্রস্ততি নিচ্ছিল, তখন তারা লেজ গুটিয়ে পালিয়েছিল। সুতরাং জনগণ এবারও পথ বেছে নেবে, এই সরকারের বিরুদ্ধে ‘দেশব্যাপী কর্মসূচি শুরু হয়ে গেছে। জেলায় জেলায় ে কর্মসূচি শুরু করে দিয়েছি। যখন যা প্রয়োজন আমরা সময়মতো করব। রাজনৈতিক দল আর রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই এক না। আমরা তো কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে আন্দোলন করছি না, আমাদের তো রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে।’

প্রায় পাঁচ বছর ধরে কারাবন্দি বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর অবিলম্বে মুক্তি দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসর মাহমুদ চৌধুরী সহ চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, সদস্য সচিব মোস্তাক আহম্মেদ খান, মহানগর ও উত্তর-দক্ষিণ বিএনপি নেতৃবৃন্দের মধ্যে এম এ আজিজ, মোহাম্মদ মিয়া ভোলা, এসএম সাইফুল আলম, কাজী বেলাল উদ্দিন, ভিপি নাজিম উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, মোহাম্মদ শাহ আলম, আনোয়ার হোসেন লিপু, মঞ্জুরুল আলম চৌধুরী মঞ্জু, অধ্যাপক ইউনুছ চৌধুরী, নুরুল আমিন, নুরুল আমিন চেয়ারম্যান, ডাক্তার খুরশিদ জামিল, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সেকান্দর চৌধুরী, কাজী সালাউদ্দিন, কুতুব উদ্দিন বাহার, এড. আবু তাহের, জহুরুল আলম জহুর, জয়নাল আবেদীন দুলাল, এড. নাসিমা আক্তার চৌধুরী প্রমুখ