অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

এসএসসিতে ‘অটোপাসের’ দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ

0
.

এসএসসি ও সমমানের ২০২১ সালের পরীক্ষায় ‘অটোপাসের’ দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে পরীক্ষার্থীরা। নরসিংদীতে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। এ ছাড়া রাজধানীতেও একই দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

নরসিংদীতে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে পরে মিছিলটি ডিসি রোড ঘুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে জড়ো হয়। এ সময় শিক্ষার্থীরা অটোপাসের দাবিতে বিভিন্ন শ্লোগান ও প্লে কার্ড প্রদর্শন করেন। একপর্যায়ে শিক্ষার্থীরা উপজেলার মোড়ে প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ সৃষ্টি করেন।

এ সময় কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশ এসে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা চালায়। শিক্ষার্থীরা পুলিশের না মানলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) বেলাল হোসেন, সদর মডেল থানার ওসি বিপ্লব কুমার চৌধুরী, ওসি তদন্ত আতাউর রহমান, শিক্ষাবিদ ড. মশিউর রহমান মৃধাসহ কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা আক্তার জানান, তাদের দাবির বিষয়ে সরকারকে অবহিত করার আশ্বাস দিলে শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নেয়।

এদিকে মঙ্গলবার রাজধানীর ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে জেএসসি বা নবম শ্রেণির ফলাফল মূল্যায়নের ভিত্তিতে অটোপাস দেয়ার দাবি জানিয়ে মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবি, পুরো দুই বছর ক্লাস, টেস্ট পরীক্ষাসহ সব দিক থেকেই প্রস্তুতি সত্ত্বেও ২০২০ সালের এইচএসসি পরীক্ষার্থীদের অটোপাস দেয়া হয়েছে। আমরা পুরো এক বছর ক্লাসের বাইরে ছিলাম। তারপরও পরীক্ষা নেয়ার ব্যবস্থা করতে চায় শিক্ষা মন্ত্রণালয়। এটা আমাদের প্রতি অবিচার করা হবে। আমাদের পিইসি এবং জেএসসির ফলাফল মূল্যায়ন করে অটোপাস দেয়া হোক।

অটোপাসের দাবিতে জানুয়ারি মাস থেকে রাজধানীর জাতীয় প্রেসক্লাব ও কুড়িলসহ দেশের বিভিন্ন বিভিন্ন স্থানে মানববন্ধন, সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে শিক্ষার্থীরা।