অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

পটিয়া পৌরসভা নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ চলছে

0
.

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

৪র্থ দফার পৌরসভার নির্বাচনে আসছে ১৪ ফেব্রুয়ারী দক্ষিণ চট্টগ্রামের প্রথম শ্রেনীর পটিয়া পৌরসভায় প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) অনুষ্ঠিত হতে যাচ্ছে।

শুরু হওয়া ৬ জানুয়ারি থেকে মনোনয়ন ফরম সংগ্রহের দ্বিতীয়দিনে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) পর্যন্ত কাউন্সিলর পদে মোট ৩১ জন প্রার্থী তাদের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ।

.

মেয়র পদে গতকাল বৃহস্পতিবার রাজধানীর আওয়ামী লীগের দলীয় কার্যালয় ধানমন্ডির অফিস হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশীদ, দক্ষিণ জেলা আওয়ামী যুব লীগের সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব বাবুল।

এর আগে বুধবার (৬ জানুয়ারি) থেকে পটিয়া উপজেলা নির্বাচন অফিস মনোনয়ন বিতরণ করা শুরু করে।

পটিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আরাফাত আল হোসাইন পাঠক নিউজ ডটকমকে জানান, পটিয়া পৌরসভায় প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গত দুইদিনে মোট ৩১ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। মেয়র পদে দলিয় মনোনয়ন ফরম সংগ্রহ করে তিন জন তাদের রাজনৈতিক কার্যালয় ঢাকা হতে ।সাধারণ কাউন্সিলর পদে মোট ২৪ জন এবং সংরক্ষিত মহিলা আসনে মোট ৭ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানান এ কর্মকর্তা ।

.

পটিয়া উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সাধারন কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে ২ জন, ২ নম্বর ওয়ার্ডে ৩ জন, ৩ নম্বর ওয়ার্ডে ৩ জন, ৪ নম্বর ওয়ার্ডে ৪ জন, ৫ নম্বর ওয়ার্ডে ১ জন, ৬ নম্বর ওয়ার্ডে ৩ জন, ৭ নম্বর ওয়ার্ডে ৪ জন, ৮ নম্বর ওয়ার্ডে ২ জন, ৯ নম্বর ওয়ার্ডে ২ জন, সংরক্ষিত-১ (১,২,৩) আসনে ২ জন, সংরক্ষিত-২ (৪, ৫, ৬) আসনে ৩ জন, সংরক্ষিত-৩ (৭, ৮, ৯) আসনে ২ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

সাবেক ছাত্রনেতা ও ৪ নং ওয়াডের বর্তমান কাউন্সিলর গোফরান রানা মনোনয়ন ফরম নিতে এসে বলেন, আমি দ্বিতীয়বারের মতো নির্বাচনী লড়াইয়ে অংশ নিতে যাচ্ছি। গত নির্বাচনে আমি প্রথমবার নির্বাচনে অংশ নিয়ে জয়ী হয়েছি।

তিনি বলেন, আমার এলাকার ধারাবাহিক উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখার উদ্দেশ্যেই আমি আবারো নির্বাচনে অংশ নিতে যাচ্ছি। বর্তমান সরকার ও হুইপ সামশুল হক চৌধুরীর উন্নয়নের ধারাকে বেগবান করতেই আমার নির্বাচনে অংশগ্রহণ।

প্রসঙ্গত, আগামী ১৭ জানুয়ারি মনোনয়ন ফরম সংগ্রহ ও দাখিলের শেষ দিন। এরপর ১৯ জানুয়ারি বাছাই, ২৬ জানুয়ারি প্রার্থীতা প্রত্যাহার ও ১৪ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।