অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

লোহাগাড়ায় হামের টিকা দেয়ার পর শিশুর মৃত্যুর অভিযোগ

0
.

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের লোহাগাড়ায় হাম-রুবেলা টিকা দেওয়ার পর নাওরাত হানিফ (৭) নামের এক কন্যাশিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। ২৭ ডিসেম্বর (রবিবার) সকাল ১০ টার দিকে উপজেলার কলাউজান ইউনিয়নের এক নাম্বার ওয়ার্ডের সিকদার পাড়ায় এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

নওরাত হানিফ (৭) ওই এলাকার প্রবাসী হানিফ চৌধুরী শিমুলের মেয়ে এবং স্থানীয় কলাউজান ইউপি’র সাবেক চেয়ারম্যান মরহুম শামসুল আলম চৌধুরীর নাতী।

এদিকে এ ঘটনার পরপরই এলাকায় আতংক ছড়িয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সহকারী ঝর্ণা রানী দাশ, স্বাস্থ্য সহকারী জেবুন্নিছা সহকারী স্বাস্থ্য পরিদর্শক শিমা চৌধুরীকে টিকাদান কেন্দ্রে অবরুদ্ধ করে রাখে এলাকাবাসী। পরে প্রশাসনের হস্তক্ষেপে মুক্তি মিলে।

নিহত শিশুটির পিতা প্রবাসী হানিফ চৌধুরী শিমুল সাংবাদিকদের জানান, সকাল ১০টার দিকে আমার মেয়ে নাওরাতকে নিয়ে টিকা কেন্দ্রে যাই। এ সময় একটি টিকা দেন স্বাস্থ্য সহকারী জেবুনিচ্ছা। টিকাদান শেষে বাড়িতে আনার কিছুক্ষণ পরপরই আমার মেয়ে বলে আব্বু আমার খারাপ লাগতেছে। তখন আমার মেয়ের চেহারা লাল হয়ে যায়। পরে মুখ দিয়ে ফেঁনা বের হতে থাকলে তাকে দ্রুত উপজেলা সদরের একটি হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

স্বাস্থ্য পরিদর্শক জেবুনিচ্ছা বলেন, সকাল থেকে ৬৫-৭০ জনের মত শিশুকে টিকা দেওয়া হয়েছে। টিকাদানের আগে শিশুটির শারীরিক অবস্থা ভালো ছিল। অন্য শিশুদের মতো সঠিকভাবেই তাকে টিকা দেওয়া হয়।

এদিকে, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রামের জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি, লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু, লোহাগাড়া স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মোহাম্মদ হানিফ বলেন, নাওরাত নামের এক শিশু টিকা দেওয়ার পর মারা যাওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করি। শিশুটি টিকার কারণে মারা গেছে নাকি অন্য কোন কারণে মারা গেছে তদন্ত ছাড়া কিছুই বলা যাচ্ছে না।তিনি আরও বলেন, এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকের হোসাইন মাহমুদ বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। আমিও ঘটনাস্থলে অনেকক্ষণ ছিলাম।

রবিবার রাত সাড়ে ৮টার দিকে শিশু নাওরাতের লাশ জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বলে নিশ্চিত করেন স্থানীয় কলাউজান ইউপি মেম্বার সালাহ উদ্দিন সিকদার।