অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

যশোরে ৫ লক্ষ ইউএস ডলারসহ আটক ২

0
.

বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ

যশোরের শার্শা উপজেলার নাভারন এলাকা থেকে শনিবার (১৯ ডিসেম্বর) রাতে ৫ লক্ষ ইউএস ডলারসহ দুই জনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

আটককৃতরা হলো, চাঁদপুর জেলার খাগুড়ীয়া গ্রামের রশিদ বেপারীর ছেলে হৃদয় মিয়া (২০) ও কুমিল্লা জেলার তুলাতুলা গ্রামের মফিজুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২৮)।

বিজিবি জানায়, গোপন খবরে উপজেলার নাভারন উলশী পাঁকা রাস্তার উপর হতে অভিযান চালিয়ে ঢাকাগামী একটি টয়োটা (ঢাকা মেট্রো-গ-৩১-৭৮০৯) প্রাইভেটকারসহ তাদেরকে আটক করা হয়।

পরে, প্রাইভেটকারের দরজায় ও গিয়ার বক্সে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ৫০ বান্ডিল প্রতিটিতে ১০ হাজার করে মোট ৫ লক্ষ ইউএস ডলার পাওয়া। যার আনুমানিক সিজারমূল্য ৪,৪০,০৫,৩০০ (চার কোটি চল্লিশ লক্ষ পাঁচ হাজার তিনশত) টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককারীরা স্বীকার করেছে যে, তারা হুন্ডি ও স্বর্ণ চোরাকারবারীর সাথে দীর্ঘদিন যাবত জড়িত রয়েছে। ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, আটককৃত হুন্ডিসহ আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।