অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামের একে খাঁন গেইটে গাড়ির ইঞ্জিন গোডাউনে অগ্নিকাণ্ড

0
fire
.

চট্টগ্রামে মহানগরীর কে খাঁন গেইট সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডে একটি সিএনজি অটোরিক্সার ইঞ্জিন গোডাউন পুড়ে গেছে। আজ শুক্রবার দুপুরে এ অগ্নিকাণ্ডের  ঘটনা ঘটেছে। অন্তত ২০ লাখ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন মালিক পক্ষ।

ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন জানান, বেলা ১টা ২০ মিনিটে একে খান গেইট এলাকার কুটুমবাড়ি রেস্টুরেন্টের পিছনে মেসার্স রফিক এ- ব্রাদার্স ইঞ্জিন ওয়ার্কশপে আগুন লাগে। খবর পেয়ে নগরীর নন্দন কানন, আগ্রাবাদ ও বন্দর স্টেশন থেকে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের ৭টি গাড়ি গিয়ে দেড় ঘন্টা চেষ্টার পর বেলা ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

আগুনে গুদামের বিভিন্ন গাড়ির ইঞ্জিন, রাবার এবং যন্ত্রাংশ পুড়ে গেছে।

তিনি জানান, তাৎক্ষনিক আগুনের সুত্রপাত কিভাবে হয়েছে জানা নাগেলেও ধারণা করা হচ্ছে পানির মোটরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।

ফায়ার কর্মকর্তারা তাৎক্ষনিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে না পারলেও ক্ষতিগ্রস্থ প্রতিষ্ঠানের মালিক রিদোয়ান আহমেদ অনুমান করেন অন্তত ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।