অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

এক বছরে এইডসে ১৪১ জনের মৃত্যু, শনাক্ত ১৩৮৩

0
.

গত এক বছরে বাংলাদেশে এইচআইভি (এইডস) আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪১ জন। এ সময়ে ১ হাজার ৩৮৩ জনের শরীরে এইচআইভি শনাক্ত হয়েছে।

মঙ্গলবার বিশ্ব এইডস দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় এইডস নিয়ন্ত্রণ-এসটিডি কর্মসূচির পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। প্রতিবছরের মতো এ বছরও সারা দেশে দিবসটি পালিত হচ্ছে।

এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো ‘সারা বিশ্বের ঐক্য, এইডস প্রতিরোধে সবাই নেব দায়িত্ব’। ইউএনএইডস, ইউএনএফপিএ, ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সেভ দ্য চিলড্রেন ও আইসিডিডিআর, বি–এর সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় এইডস নিয়ন্ত্রণ-এসটিডি কর্মসূচি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান।

অনুষ্ঠানে দেশের এইডস পরিস্থিতি তুলে ধরেন এইডস-এসটিডি কর্মসূচির লাইন ডিরেক্টর অধ্যাপক মো. সামীউল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশে এইডস সংক্রমিত মানুষের অনুমিত সংখ্যা প্রায় ১৪ হাজার। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ৮ হাজার ৩২ জন।

আর এই রোগে মারা গেছেন ৬৫৮ জন। তিনি বলেন, দেশে এইডস সংক্রমণের হার শূন্য দশমিক শূন্য ১ শতাংশ। দেশে প্রথম এইডসে আক্রান্ত রোগী শনাক্ত হয় ১৯৮৯ সালে।