অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

নিউইয়র্কে করোনায় মারা গেলেন চট্টগ্রাম কলেজের প্রাক্তন শিক্ষক আবুল কালাম

0
.

নিউইয়র্কে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন চট্টগ্রাম কলেজের ইংরেজী বিভাগের প্রাক্তন অধ্যাপক এমডি আবুল কালাম আজাদ (৭৩)।

গতকাল সোমবারর (৩০ নভেম্বর) সকাল ৮ টায় নিউইয়র্কের একটি হাসপাতালে তার মৃত্যু হয়েছে। (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাহি রাজিউন)।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের সন্তান নিউইর্য়ক প্রবাসী সাংবাদিক শুভাশিষ বড়ুয়া পাঠক ডট নিউজকে বলেন, গত কিছুদিন ধরে তিনি অসুস্থ হলে দুদিন আগে তাকে হাসপাতালে ভর্তি করানো হয় । সেখানে তার কোভিড ১৯ ধরা পরে।  হাসপাতালে সকাল ৮টায় মৃত্যু বরন করেন। ।তিনি ১৯৮৩ সাল থেকে স্ত্রী, দুই ছেলে তিন মেয়েসহ নিউইয়র্ক কুইন্সের উডসাইডে বসবাস করতেন।

তার গ্রামের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়ম নগর নজরটিলা বলে জানাগেছে। আবুল কালাম আজাদ লং আইল্যান্ড সিটি হাইস্কুলে শিক্ষকতা করতেন ।

উল্লেখ্য, নিউইয়র্কে করোনা পরিস্থিতি আবার আশংকা জনকহারে বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যে বেশ ক’জন বাংলাদেশি হাসপাতালে ভর্তি আছেন বলে জানাগেছে ।