অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

“আপনার মাস্ক কই?”

0
.

করোনা প্রতিরোধে মানুষের মাস্ক পড়াকে নিশ্চিত করতে ব্যতিক্রমী এক প্রচারাভিযান শুরু করেছে চট্টগ্রামের কোতোয়ালী থানা।

আজ রবিবার দিনভর নগরীর বিভিন্ন পয়েন্টে ‘আপনার মাস্ক কই’ শিরোনামে এই প্রচারাভিযান চালানো হয়। মাস্ক পড়তে উদ্বুদ্ধকরণের পাশাপাশি বিনামূল্যে প্রায় এক হাজার মাস্কও বিতরণ করা হয়েছে।

.

এ প্রসঙ্গে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন পাঠক ডট নিউজকে বলেন, ‘আমরা সবার মাস্ক পড়া নিশ্চিত করতে চাই। এজন্য যারা মাস্ক পড়েননি তাদেরকে জিজ্ঞেস করছি ‘আপনার মাস্ক কই’। পাশাপাশি যারা মাস্ক পড়েছেন তাদেরও বলছি মাস্ক না পড়া ব্যক্তিদের একই প্রশ্ন করতে। আমরা সবাই এইভাবে সবাইকে প্রশ্ন করলে শতভাগ মাস্ক পড়া নিশ্চিত করতে পারব। এই প্রচারাভিযানের আওতায় আমরা এক হাজার মাস্ক বিলিও করেছি।’

পুলিশ সূত্রে জানা যায়, আজ নগরীর নিউ মার্কেট, স্টেশন রোড, কোতোয়ালী মোড় এলাকায় ‘ আপনার মাস্ক কই’ প্রচারাভিযান চালানো হয়। আজ বিনামূল্যে মাস্ক বিতরণ করা হলেও পরবর্তীতে ‘নো মাস্ক, নো সার্ভিস’ নিশ্চিত করা হবে বলে জানান ওসি মোহাম্মদ মহসীন।