অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা ২০২১ প্রস্তুতি সভা সম্পন্ন

0
.

বিশ্বব্যাপী মুসলিমদের বিরুদ্বে গভীর ষড়য়ন্ত্র রুখতে তাবলীগ জামাতের সুক্ষ পদ্বতি যুব সমাজের মধ্যে ছড়িয়ে দেয়ার আহবান জানিয়েছেন তাবলীগ জামাতের শুরায়ে নেজাম ও প্রধান মুরব্বী মাওলানা মোঃ জুবায়ের শাহ।

আজ শনিবার চট্টগ্রামের লাভলেইন মাদানী মসজিদে আয়োজিত বিশ্ব এজতেমার তিন দিনব্যাপী প্রস্তুতি সভার শেষ দিনে বার্ষিক জোড় সভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জুবায়ের শাহ এ আহবান জানান।

সভায় দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা জসিম উদ্দীন, লাভ লেইন মসজিদের মার্কাস মুফতী মাওলানা ইলিয়াস দেওবন্দ, ঢাকা কাকরাইল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা আবদুস সবুর ও মাওলানা নুর রহমান বক্তব্য রাখেন।

তিন দিনব্যাপী এ ধর্মীয় জোড় সমাবেশে (প্রস্তুতি সভায়) তিন পার্বত্য চট্টগ্রাম,কক্সবাজার সহ পাচঁ জেলার আঠারো হাজার সাথীর মধ্যে করোনার কারনে আড়াই হাজার প্রতিনিধি অংশ নেন। এছাড়া পাচঁ জেলার বিভিন্ন আসনের সংসদ সদস্য, বিভিন্ন মন্ত্রনালয়ের সচিব,পুলিশের ডিআইজি সহ উচ্চ পদস্হ সরকারী,বেসরকারী কর্মকর্তারা অংশগ্রহন করেন।

তাবলীগ জামাতের শুরায়ে নেজাম ও কাকরাইল মসজিদের খতিব মাওলানা জুবায়ের শাহ বলেন, বিশ্বব্যাপী নানা ভাবে মুসলমানদের বিরুদ্বে ষড়য়ন্ত্র চলছে। আন্তজাতিক ষড়য়ন্ত্রের অংশ হিসেবে দেশে উৎপেতে আছে বিভিন্ন চক্র।এছাড়া যুবসমাজকে মাদক সহ নানা অপকর্ম থেকে সচেতন ও সঠিক পথে পরিচালিত করতে তবলীগ জামাত দেশ ব্যাপী কাজ শুরু করেছে। এর অংশ হিসেবে বিশ্ব এজতেমার আগে সাতশো টিম তিন চিল্লার মাধ্যমে কাজ শুরু করেছে।