অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

কোতোয়ালীতে দেড়কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী গ্রেফতার

0
.

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার ষ্টেশন রোডস্থ নতুন রেলওয়ে ষ্টেশনের সামনে অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ১৪টি স্বর্ণের বার (২২১ ভরি) এক স্বর্ণ পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার হওয়া উত্তম সেন (৩৫) পটিয়ার হাইদঘর, ব্রাহ্মণঘাটা, সেনবাড়ীর মৃত মানিক সেনের ছেলে।

শুক্রবার (২৭ নভেম্বর) রাতে কোতোয়ালী থানা পুলিশ চেকপোস্টে বসিয়ে তল্লাশীকালে ঢাকায় পাচারকালে এস স্বর্ণের বার উদ্ধার করেছে। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৪৩ লাখ ৬৫ হাজার টাকা বলে পুলিশ জানায়।

এ ছাড়া এই পাচারকারীর হেফাজত থেকে বিভিন্ন ধরণের কাগজপত্র, কাপড়ের ব্যাগ উদ্ধার করা হয়েছে।

রাতে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন বিষয়টি নিশ্চিত করে পাঠক ডট নিউজকে জানান, ১৪টি স্বর্ণের বারসহ গ্রেফতার হওয়া উত্তম সেন পুলিশী জিজ্ঞেসাবাদে জানিয়েছে উল্লেখিত স্বর্ণের মালিক চট্টগ্রামের হাজারী গলির ৩৪নং হাজারী লেইনের বাণিজ্য নিকেতন মার্কেটে অবস্থিত স্বর্ণেল দোকান এস এন শিল্পালয় এর মালিক ও পটিয়ার বাসিন্দা সনজিত ধর (৩৮)। পাচারের উদ্দেশ্যে ঢাকায় নিয়া যাওয়ার জন্য তাকে দেয়া হয়েছে।

ওসি মহসীন জানান, এসব স্বর্ণ জব্দ এবং পাচারকারীকে গ্রেফতারের পরপরই মূল পাচারকারী সনজিদ ধর পালিয়ে যায়।

এ ব্যাপারে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।