অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

লোহাগাড়ায় অগ্নিকান্ডে ১৭ দোকান পুড়ে ছাই: কোটি টাকার ক্ষতি

0
.

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের লোহাগাড়ায় পুটিবিলা ইউনিয়নের এম চর হাটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে । এতে কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।

আজ ২৬ নভেম্বর (শুক্রবার) ভোররাত ৪ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।

প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৬ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় পুটিবিলা ইউনিয়ন পরিষদ(ইউপি) চেয়ারম্যান হাজ্বী ইউনুস জানান, ভোররাতে কর্মকারের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনের লেলিহান শিখা মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী ১৭টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্টানের মধ্যে রয়েছে মুদি দোকান, কসমেটিক দোকান, কাপড়ের দোকান, সেলুন, টেইলারিং দোকান, কুলিং কর্ণার ও মোবাইলের দোকান।

.

ক্ষতিগ্রস্থ কয়েকজন ব্যবসায়ী জানান, এ মুহুর্তে ক্ষয়-ক্ষতির সঠিক পরিমাণ বলা যাবে না। তবে ধারণা করা হচ্ছে কোটি টাকারও বেশি ক্ষয়-ক্ষতি হয়েছে।

এমচর হাটের ব্যবসায়ী আ স ম দিদারুল আলম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ৯৯৯ নাম্বারে কল দিই৷ পরে সাতকানিয়া ফায়ার সার্ভিসে খবর দিই। তবে, ফায়ার সার্ভিসের লোকজন আসার পূর্বেই স্থানীয়া আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হন। আগুনে নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে যায় ১৭টি দোকান।  নি:স্ব হয়ে যায় ১৭ ব্যবসায়ী।

এ ব্যাপারে জানতে চাইলে সাতকানিয়া ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মকর্তা আবুল বাশার জানান জানান, ভোর ৫ টার দিকে লোহাগাড়ার পুটিবিলা এমচর হাটে আগুন লাগার খবর পেয়ে আমাদের দুটি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে।

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আহসান হাবীব জিতু জানান, অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের তালিকা তৈরীর জন্য স্থানীয় চেয়ারম্যানকে বলা হয়েছে। তালিকানুযায়ী তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করা হবে।  এদিকে, শুক্রবার জুমার নামাজের পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন ইউএনও আহসান হাবীব জিতু।