অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

কোটি টাকা মূল্যের জব্দ করা দুটি তক্ষক পটিয়ার বনে অবমুক্ত

0
.

চট্টগ্রামের কর্ণফুলি থেকে জব্দ করা ২টি বন্যপ্রাথী (তক্ষক) পটিয়ার বনে অবমুক্ত করা হয়েছে।  এ ঘটনায় আটক দুই ব্যাক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  বান্দরবন পাহাড়ি এলাকা থেকে ঢাকায় পাচারকালে আজ মঙ্গলবার ভোররাতে কর্ণফুলী থানা পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে এসব বিরল তক্ষক জব্দ করেছেন।

এ বিষয়ে কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহিনা সুলতানা জানান, তক্ষক নিয়ে আটক ব্যক্তিদের বন্যপ্রাণি সংরক্ষণ আইনে জরিমানা করা হয়েছে। তক্ষক দুটি পটিয়া শ্রীমাই রিজার্ভ ফরেস্টে অবমুক্ত করতে রেঞ্জ কর্মকর্তা মিজানুর রহমানকে তক্ষক দুটি হস্তান্তর করা হয়েছে।

এদিকে আজ বিকেলে কর্ণফুলি থানায় এক প্রেস ব্রিফিংয়ে সিএমপির সহকারি পুলিশ কমিশনার (কর্ণফুলি জোন) মো. ইয়াসির আরাফাত জানান, তক্ষক দুটি অপরাপর সহযোগীদের সহায়তায় বান্দরবন পাহাড়ি এলাকা থেকে ঢাকায় নিয়ে যাচ্ছেন দুই পাচারকারী। এটি পাচার করার জন্য ক্রেতাদের সাথে তারা যোগাযোগ করেছিল। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়া অব্যাহত রয়েছে। ধারণা করা হচ্ছে, এসব তক্ষকের মূল্য কোটি টাকার উপরে।

.

আটক দু’ব্যক্তিরা হলেন-ঢাকা কেরানিগঞ্জ থানার বটতলী গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে হাজী মো. মনিরুল হক (৬০) ও একই জেলার সাভার থানার বাকুরতা খাইসাছরের আক্কাস আলী মাষ্টারের দেলোয়ার হোসেন (৫০)।

আটক ব্যক্তিদের কাছ থেকে বিশেষ প্রক্রিয়ায় লোহার খাঁচায় রক্ষিত অবস্থায় দুটি বিরল প্রজাতির তক্ষক উদ্ধার করা হয়। যার ওজন অনুমান ১৫০ গ্রামের বেশি এবং লম্বা আনুমানিক ১৪ ইঞ্চি বলে জানা যায়।