অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

গার্মেন্টস কর্মী হত্যা: আসামি খুরশীদের মৃত্যুদণ্ড বহাল

0
.

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গার্মেন্টস কর্মী অন্তঃসত্ত্বা নাসিমা আক্তার হত্যা মামলায় আসামি খুরশীদের মৃত্যুদণ্ড বহাল রেখেছে আপিল বিভাগ।

আজ মঙ্গলবার (১৭ই নভেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এ রায় দেয়।

এর আগে ৭ই অক্টোবর তার স্বামীসহ আরেক আসামির মৃত্যুদণ্ড বহাল রাখে আপিল বিভাগ।

২০০০ সালের ২৭শে সেপ্টেম্বর ওয়েল ফার্ম গার্মেন্টসের কর্মী অন্তঃসত্ত্বা নাসিমা আক্তারকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে তার স্বামীসহ দুই আসামি হত্যা করে। হত্যার পর তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলে দেয়া হয়।

তদন্ত শেষে ওই বছরই টিপুসহ তার দুই সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ। ২০০৭ সালের ৩রা এপ্রিল টিপুসহ তিন আসামির মৃত্যুদণ্ড দেয় বিচারিক আদালত। ২০১২ সালের ২০শে নভেম্বর ওই রায় বহাল রাখে হাইকোর্ট।