অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ভূমিকম্পের পর শক্তিশালী সুনামি আঘাত হেনেছে নিউজিল্যান্ডে

0
new-zealand
.

নিউজিল‌্যান্ডে সুনামি আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির মিনিস্ট্রি অব সিভিল ডিফেন্স অ্যান্ড ইমারজেন্সি ম্যানেজমেন্ট (এমসিডিইএম)। সূত্র : দ্য গার্ডিয়ান।

সিভিল ডিফেন্স মন্ত্রণালয় এক টুইটে বলেছেন, ‘সুনামির সৃষ্টি হয়েছে। প্রথম ঢেউ ইতোমধ‌্যে সাউথ আইল‌্যান্ডের উত্তর-পূর্ব উপকূলে আঘাত হেনেছে। সুনামি কয়েকঘণ্টা স্থায়ী হতে পারে।’

আরও কয়েকটি ঢেউ উপকূলে আঘাত হানতে পারে জানিয়ে উত্তর, পূর্ব ও দক্ষিণ উপকূল এবং চাথাম আইল‌্যান্ডের বাসিন্দাদের উঁচু এলাকায় সরে যেতে বলা হয়েছে সতর্কবার্তায়। এছাড়া এখন সমুদ্র উপকূলে যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।

এর আগে নিউজিল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্থানীয় সময় রবিবার রাত ১২টা ২ মিনিটে (বাংলাদেশ সময় বিকাল ৫টা ২) শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হানে।

মার্কিন ভূতত্ব জরিপ বিভাগ বলেছে, রিখটার স্কেলে ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ক্রাইস্টচার্চ থেকে প্রায় ৬৫ কিলোমিটার দুরে। এরপর এক ঘণ্টায় কাছাকাছি এলাকায় ৪.৯ থেকে ৬.২ মাত্রার অন্তত দশটি পরাঘাত অনুভূত হয়।

প্রথম দফা ভূমিকম্পের পর প‌্যাসিফিক সুনামি ওয়ার্কিং সেন্টার কোনো সতর্কতা জারি না করলেও পরাঘাতের পর নিউজিল্যান্ডের সিভিল ডিফেন্স মন্ত্রণালয়ের টুইটে বলা হয়, ‘পরিস্থিতির পরিবর্তন হয়েছে। সুনামির আশঙ্কা রয়েছে। সাউথ আইল্যান্ডে উপকূলের কাছাকাছি থাকা মানুষদের উঁচু এলাকায় সরে যেতে বলা হচ্ছে।’

এদিকে ভূমিকম্পের কেন্দ্রস্থলের নিকট সেভিয়াত-এ বাড়ি-ঘরের মারাত্মক ক্ষয়-ক্ষতি হওয়ার সংবাদ পাওয়া গেছে। এছাড়া ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

দ্য হেরাল্ড পত্রিকা বলছে, দূরবর্তী শহর ওয়েলিংটনেও ভূমিকম্প টের পাওয়া গেছে। সেখানে সাইরেন বেজে ওঠার পর অনেকেই ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন। এ সময় রাস্তায় অনেককে কাঁদতে দেখা যায়।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কি ভূমিকম্পের পর পরই এক টুইটার বার্তায় জানান, ‘এই রাতে সংঘটিত ভূমিকম্পে আশা করি সবাই নিরাপদে আছেন। ‍বেসামরিক প্রতিরক্ষা বাহিনী ভূমিকম্পের প্রভাব খতিয়ে দেখছে। ভূমিকম্পের বিষয়ে আপডেট পেতে তাদেরকে অনুসরণ করেন।’

২০১১ সালের এক ভূমিকম্পে ক্রাইস্টচার্চে ১৮৫ জন নিহত হয়েছিল এবং শহরের কেন্দ্রস্থল প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। সেই ধাক্কা এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি শহরটি।