অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

কর্ণফুলী সাড়ে ৮মণ ইলিশ জব্দ করে এতিমখানায় দিলেন ইউএনও

0
.

সরকারি আদেশ অমান্য করে ইলিশ বিক্রি হচ্ছে এমন সংবাদে খবরে পেয়ে কর্ণফুলী উপজেলার ইছানগরে বাজারে অভিযান চালিয়ে সাড়ে ৮ মণ ইলিশ জব্দ ও পৃথক পাঁচ মামলায় ব্যবসায়িকে ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

আজ শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা সুলতানা।

ইউএনও শাহিনা সুলতানা জানান, জব্দ করা মাছ এতিম খানায় বিতরণ করা হয়েছে। ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর থেকে ২২ দিন প্রজনন মৌসুমে ইলিশ বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ সময় বাজারে নিয়মিত অভিযান চলবে। এরপরেও কর্ণফুলী উপজেলার ইছানগরে অবৈধভাবে বিক্রি করার উদ্দেশ্যে ডীপ ফ্রীজে এসব মাছ সংরক্ষণ করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা লুৎফর রহমান, সিও দীপু চাকমা ও উপজেলা অন্যান্য স্টাফ।