অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

রাজস্ব বোর্ডে গণবদলী: চট্টগ্রাম থেকে একযোগে ৮৪ জনকে বদলি

0
.

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ গণ বদলী চলছে। কাস্টমস এন্ড কমিশনারেট, কাস্টম হাউজ ও কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সহকারী রাজস্ব কর্মকর্তা পদে সারাদেশে ৩২৯ জনকে বদলি আদেশ দেয়া হয়েছে।  এরমধ্যে ৮৪ জনের অদল-বদল হয়েছে চট্টগ্রামের তিন দপ্তরে।

জাতীয় রাজস্ব বোর্ড সহকারি রাজস্ব কর্মকর্তা (এআরও) পদে বড় ধরনের বদলি এটি।

আজ সোমবার (১২ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব মো. আবুল হাশেম স্বাক্ষরিত এক বদলি আদেশে এ তথ্য জানা যায়।

জাতীয় রাজস্ব বোর্ডের বদলি আদেশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম কাস্টমস এন্ড কমিশনারেট থেকে ১০ জন, চট্টগ্রাম কাস্টম হাউজ থেকে ৫০ জন এবং কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট থেকে ২৪ জনের বদলি আদেশ আসে। একই পদ পূরণের জন্য দেশের সব কাস্টমস এন্ড কমিশনারেট, কাস্টম হাউজ ও কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের দপ্তর থেকে লোকবলের বদলি আদেশ করা হয়।

জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে জানা যায়, এটি নিয়মিত বদলির একটি অংশ। তবে আলাদা‌ আলাদা করে বদলি না করে একসাথে বদলি আদেশ দেয়ায় বড় রকমের বদলি মনে হচ্ছে। এছাড়া বদলি আদেশে আগামী ২২ তারিখের মধ্যে কার্যকর করে স্ব-স্ব দপ্তরে যোগদানের কথা উল্লেখ করা হয়েছে।