অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে ‘পিটস্টপ’ রেস্টুরেন্টকে ৫ লাখ টাকা জরিমানা

7
screenshot_6
পিটস্টপ রেস্টুরেন্ট। ছবি গুগল স্ট্রিটভিউ।

চট্টগ্রামের লালখান বাজারে অবস্থিত অভিজাত রেস্টুরেন্ট ‘পিটস্টপকে ৫ লাখ টাকা জরিমানা করেছে করেছে ভ্রাম্যমান আদালত।

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী, এবং বিএসটিআই’র লাইসেন্স না নিয়ে ব্যবসা পরিচালনার অভিযোগে র‌্যাবের নেতৃত্বে পরিচালিত আদালত বৃহস্পতিবার এ জরিমানা আদায় করেন।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. সোহেল মাহমুদ জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে সন্ধ্যা পৌনে ৭টার দিকে মেজর এস এম সুদীপ্ত শাহীন, ও এএসপি মোঃ জালাল উদ্দিন আহম্মদ নেতৃত্বে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আনিসুর রহমান, জিসান আহমেদ এর পরিচালনায় ভ্রাম্যমান আদালতের টিম ‘পিটস্টপরেস্টুরেন্টে অভিযান চালায়।

এসময় হোটেলে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী বিষয়টি চোখে পড়ে এবং তারা বিএসটিআই’র লাইসেন্স না নিয়ে ব্যবসা পরিচালনা করছে। এসব অভিযোগে আদালত হোটেলের তিন কর্মচারী মিনহাজ উদ্দিন, গোলাম রাব্বানী ও আব্দুল্লাহ আল মামুনকে ৫ লাখ টাকা জরিমানা করেন।

৭ মন্তব্য
  1. Tasnuva Promee বলেছেন

    Khushi hoisi

  2. Nasir Uddin বলেছেন

    খুব ভাল একটা কাজ করেছে,কসাই ওরা।

  3. Ifthaker Hossain Palash বলেছেন

    Tonmoay Deb mne ache??

    1. Tonmoay Deb বলেছেন

      হুম। এক বছর আগের 😉

  4. Yakub Khan বলেছেন

    পিটস্টপ রেস্টুরেন্ট ঢাকাত গলা কাটা বিল করে আর ভ্যাট বেশী নেই

  5. Mozammel Houqe বলেছেন

    ১০ লক্ষ করলে ভালো হতো…

  6. Shamsul Huda Mintu বলেছেন

    মাত্র ৫ লাখ??? অন্তত ৫০ লাখ না হলে ওদের স্ট্যাটাসের সাথে মিলেনা!! সম্ভব হলে পিটস্টপকে জোচ্চুরির জন্য “PERMANENT STOP” করলে ভালো হতো।