অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

গাজীপুরে বজ্রপাতে নিহত ৩

0
.

গাজীপুরে বৃহস্পতিবার ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে দুই এবং মাছ ধরতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে।

তারা হলো- জেলা শহরের বরুদা এলাকার আব্দুল হাইয়ের ছেলে গাজীপুর আইডিয়াল স্কুলের নবম শ্রেণির ছাত্র মিজানুর রহমান (১৬), কালীগঞ্জ উপজেলার আজমতপুর এলাকার রুহুল আমিনের ছেলে জাঙ্গালীয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র নাদিম হোসেন (১৬) এবং নগরীর জোলারপাড় বিপ্রবর্তা এলাকার মৃত নঈম উদ্দিনের ছেলে রিয়াজ উদ্দিন (৫৫)।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহত মিজানুর রহমানের সহপাঠি মনজুর জানায়, তারা শহীদ বরকত স্টেডিয়ামে অনুশীলন করতে গেলেও বৃষ্টি থাকায় তাদেরকে বাড়ি চলে যেতে বলেন প্রশিক্ষক (কোচ)। একপর্যায়ে বৃষ্টি শুরু হলে একটি ফুটবল নিয়ে কয়েকজন স্টেডিয়ামে ফুটবল খেলতে শুরু করে। হঠাৎ বজ্রপাতের শিকার হয় ওই দুইজন ।

পরে তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলেই ওই দুই কিশোরের মৃত্যু হয়েছে।

অপরদিকে বিপ্রবর্তা এলাকার বজ্রপাতে নিহত ব্যক্তির চাচাত ভাই বাবুল হোসেন জানান, সকালে বৃষ্টির সময় রিয়াজ উদ্দিন ও তার তিন ছেলে বাড়ির পাশে বিলে ধর্মজাল দিয়ে মাছ ধরতে গিয়েছিল। পরে হঠাৎ বজ্রপাতে রিয়াজ উদ্দিন মারা যায়।