অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

পতেঙ্গায় অবৈধভাবে জাহাজ কাটায় আটক ৩, মালিককে জরিমানা

0
.

চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় বিনা অনুমতিতে অবৈধভাবে পুরাতন জাহাজ কাটার দায়ে এক জাহাজ মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম বন্দর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে চালানো এ অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ই। এ সময় ঘটনাস্থল থেকে জাহাজ মালিকের এক প্রতিনিধিসহ তিনজনকে আটক করা হয়।

চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, বরিশালের মো. ইউসুফ হোসেনের মালিকানাধীন ‘এমভি গোলাম রহমান’ নামের জাহাজটিকে ভাঙার সময় ঘটনাস্থল থেকে জাহাজ মালিকের প্রতিনিধি ও দু’জন ক্রেন চালককে আটক করা হয়।

আটকরা হলেন-জাহাজ প্রতিনিধি মো. এনায়েত (৫০), ক্রেন চালক আবুল কালাম (২৭) ও সহকারী ক্রেন চালক মো. রায়হান (২৪)।

.

গত ২১ জুন চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গর থেকে ভুট্টা নিয়ে যশোর নোয়াপাড়া যাওয়ার সময় ‘এমভি গোলাম রহমান’ নামে জাহাজটির তলা ফেটে গেলে পতেঙ্গায় বিচিং (কূলে ভেড়ানো) করা হয়। কিন্তু জাহাজটির মালিক নিয়মনীতির তোয়াক্কা না করে পরিবেশ ক্ষতি করে সেখানেই জাহাজটি কাটতে থাকে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ই জানান, চট্টগ্রাম বন্দর এনএসআইয়ের গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে ‘এমভি গোলাম রহমান’ নামের জাহাজটিকে ভাঙতে দেখেন। এ সময় বন্দর সংলগ্ন পতেঙ্গা এলাকায় বিনা অনুমোদনে শিপ ব্রেকিং করার অপরাধে জাহাজ মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।