অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ওসি প্রদীপকে জেলগেটে জিজ্ঞাসাবাদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটির

0
.

মেজর (অব.) সিনহা রাশেদ হত্যা মামলায়, কক্সবাজার জেলগেটে সাবেক ওসি প্রদীপ কুমার দাশকে জিজ্ঞাসাবাদ করছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি।

আজ বুধাবার (২ সেপ্টেম্বর) সকালে কমিটির সদস্যরা কারাগারে প্রবেশ করেন। মূলত প্রদীপকে জিজ্ঞাসাবাদ করতে না পারায়; তিন দফায় সময় বাড়ানো হয়েছে, তদন্ত কমিটির। তারা এরইমধ্যে ৬৭ জনকে জিজ্ঞাসাবাদ করেছে। প্রদীপকে জিজ্ঞাসাবাদের পর দুয়েকদিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে কমিটি।

এদিকে, পুলিশের করা মামলার ৩ সাক্ষী আদালতে জবানবন্দি দিচ্ছেন। সকালে তাদের নেয়া হয় আদালতে।

গত ৩১ জুলাই রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে ‘গাড়ি তল্লাশিকে’ কেন্দ্র করে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। ঘটনার পর বাদী হয়ে টেকনাফ থানায় দুটি ও রামু থানায় একটি মামলা করে পুলিশ। এ মামলায় এখন পর্যন্ত সাত পুলিশ সদস্য, এপিবিএনের তিন সদস্য ও টেকনাফ পুলিশের করা মামলার তিন সাক্ষীসহ ১৩ জনকে গ্রেফতার করেছে র‍্যাব।