অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে করোনায় আরও একজনের মৃত্যু: নতুন শনাক্ত ৮২ জন

0
.

বিগত ২৪ ঘন্টায় ৮৪৭টি নমুনা পরীক্ষা করে চট্টগ্রামে আরও ৮২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে চট্টগ্রামে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১৭১৯২ জন। এই সময়ের মধ্যে মৃত্যুবরণ করেছে একজন। চট্টগ্রামে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৭২ জনের।

আজ বুধবার (২ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বিষয়টি নিশ্চিত করেন। নতুন শনাক্তদের মধ্যে ৬৩ জন ও বিভিন্ন উপজেলার ১৯ জন।

জানা যায়, চট্টগ্রামের ৬টি ল্যাব ও কক্সবাজার মেডিকেল কলেজে ল্যাবে ৮৪৭টি নমুনা পরীক্ষার মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৫৭টি নমুনা পরীক্ষা করে ৩১ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের (বিআইটিআইডি) ল্যাবে ২১৩ টি নমুনা পরীক্ষায় ৮ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ২৩১ জনের নমুনা পরীক্ষা করে ১৬ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় ৮২ জনের নমুনা পরীক্ষায় ৭ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৯০ জনের নমুনা পরীক্ষা করে ৯ জন, শেভরন ল্যাবে ৪৯ জনের নমুনা পরীক্ষায় ১০ জন করোনা রোগী শনাক্ত হয়।

এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে চট্টগ্রামের ২৫ জনের নমুনা পরীক্ষায় ১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।