অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

করোনায় মারা গেলেন সাংবাদিক নেতা আব্দুস শহীদ

0
.

এনটিভির যুগ্ম প্রধান বার্তা সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউন্য়িনের সাবেক সভাপতি আব্দুস শহীদ আর নেই।

আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ইন্তেকাল রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ইন্তেকাল করেছেন।  (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)।

সাংবাদিক নেতা আব্দুস শহীদ দীর্ঘদিন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এনটিভির হেড অফ নিউজ জহিরুল আলম আব্দুস শহীদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্দুস শহীদ করোনায় আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন ছিলেন।

এনটিভির আগে আব্দুস শহীদ দৈনিক দিনকালের চিফ রিপোর্টারের দায়িত্বে ছিলেন। পরে তিনি এনটিভিতে শুরু থেকে যোগ দেন। তিনি জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ছিলেন।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নেতৃবৃন্দ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।