অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

২৪ ঘন্টায় ১১৮ জনসহ চট্টগ্রামে মোট করোনা শনাক্ত ১৫৩৪১ জন

0
.

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৬৯২টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ১১৮ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫ হাজার ৩৪১জন। নতুন আক্রান্তদের মধ্যে নগরীর ৮৭জন এবং উপজেলায় ৩১ জন। করোনা ভাইরাসে আক্রান্ত মৃত্যুবরণ করেছেন আরও ১ জন। এনিয়ে মৃতের সংখ্যা মোট ২৪৬ জন। নতুন ৪৯ জনসহ মোট সুস্থ হয়েছেন ৩২৪৫ জন।।

মঙ্গলবার সকালে সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১২৯টি নমুনা পরীক্ষা করে ২৭ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১৬২টি নমুনা পরীক্ষায় ১০ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৭৭টি নমুনা পরীক্ষা করে ৩০জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৫৭টি নমুনা পরীক্ষায় ৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়।

এছাড়া বেসরকারীভাবে শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৯১টি নমুনা পরীক্ষা করে ১৭ জন এবং ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৬৬টি নমুনা পরীক্ষা করে ২৭ জন করোনা পজেটিভ পাওয়া গেছে।