অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

পণ্যবাহী জাহাজের সাথে সংঘর্ষের আশঙ্কায় কর্ণফুলীতে ফিশিং বোটকে জরিমানা

0
.

অনুমতি ছাড়া চট্টগ্রাম বন্দরের কর্ণফুলী চ্যানেলে প্রবেশের কারণে সিঙ্গাপুরগামী পণ্যবাহী জাহাজের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় একটি ফিশিং বোট আটক করে ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।

আজ রবিবার দুপুরে চট্টগ্রাম বন্দরের কর্ণফুলী চ্যানেলে এ ঘটনা ঘটেছে।  গোয়েন্দা সংস্থা এনএসআই’র তথ্যের ভিক্তিতে বন্দর ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেয়া বন্দর ম্যাজিস্ট্রেট গৌতম বারই জানান, চট্টগ্রাম বন্দরের কর্ণফুলী চ্যানেলে একটি ফিশিং বোট বন্দর কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই প্রবেশ করে। এমনিতে কর্ণফুলী নদীর মূল চ্যানেলে ফিশিং বোট প্রবেশ নিষিদ্ধ।
ফিশিং বোটটি অবৈধভাবে চ্যানেলের মধ্যে প্রবেশ করায় MV CAPE MONTERE নামে সিঙ্গাপুরগামী একটি পণ্যবাহী জাহাজের সাথে সংঘর্ষের উপক্রম হয়। এতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো।
ফিশিং বোটটি গোপনে চ্যানেল হতে বের হয়ে যাওয়ার সময় বন্দর এনএসআই এর তথ্যের ভিত্তিতে ফিশিং বোটটিকে আটক করা হয়। পরে এটি আটক করে এনএসআই সদস্যদের উপস্তিতিতে ফিশিং বোট চালককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।