অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে ডিবি পরিচয়ে দেড় কোটি টাকার স্বর্ণের বার ছিনতাই!

0
1463111103
ফাইল ছবি।

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার বিমানবন্দর এলাকা থেকে ওমান থেকে আসা ৩০টি স্বর্ণেও বার ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের ঘটনা ঘেটেছে। তবে এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। শনিবার রাতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় এই ঘটনা ঘটে। আজ রবিবার বিকালে এ ঘটনা জানাজানি হয়।

সিএমপি’র পতেঙ্গা থানার ওসি আলমগীর মাহমুদ বলেন, ৩০টি স্বর্ণের বার ছিনতাইয়ের খবর পেয়েছি। তবে কেউ এখনো লিখিত অভিযোগ করেনি। স্বর্ণেও বারগুলো বৈধ নাকি অবৈধভাবে এসেছে তাও বলতে পারেননি তিনি।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি বলেন, মাসুদ নামে এক ব্যক্তি স্বর্ণেও বারগুলো নিয়ে যাওয়ার সময় নেভাল রোড়ে ডিবির টিম পরিচয় দিয়ে কয়েকজন একটি কালো রংয়ের মাইক্রোবাসে তাকে জোর তুলে নিয়ে যায়। পতেঙ্গা সমুদ্রসৈকতের দিকে গিয়ে সোনার বারগুলো কেড়ে নিয়ে তাকে মাইক্রোবাস থেকে নামিয়ে দেয়া হয় বলে জেনেছি।

নগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার (বন্দর) মো.মারুফ হাসান বলেন, স্বর্ণ ছিনতাইয়ের খবর পেয়েছি। ঘটনার সময় বিমানবন্দর এলাকায় আমাদের কোন টিম ছিল না। বিষয় তদন্ত করে দেখছি।