অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

জয়নাল হাজারীর বিরুদ্ধে পৌর মেয়রের জিডি

0
.

কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা ও ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারীর বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সোনাগাজী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকন। গতকাল বৃহস্পতিবার দুপুরে জীবনের নিরাপত্তা চেয়ে সোনাগাজী মডেল থানায় এ জিডি করেন তিনি।

জিডিতে মেয়র খোকন উল্লেখ করেন, গত ১ আগস্ট বিকেলে জয়নাল হাজারী তার মাস্টারপাড়া বাসভবনের সামনে স্থানীয়দের উপস্থিতিতে বক্তব্য দেন। এ সময় তিনি বলেন, ‘মেয়র খোকন্না (খোকন) আজ কোথায় জানতে চাই, আজকে তোরা ফেনী শহরের কোথায় আছিস, এখানে যারা আছে তারাই তোমাদেরকে যখন যেখানে পাবে কেটে টুকরো টুকরো করবে।’ জিডিতে মেয়র বলেন, তার আশঙ্কা জয়নাল হাজারীর নির্দেশে সন্ত্রাসীরা তাকে খুন ও জখম করতে পারে।

সোনাগাজী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রহিম জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগের বিষয়ে জয়নাল হাজারী বলেন, মেয়র খোকনকে কোনো হুমকি দেওয়া হয়নি। শুধু তার বক্তব্য স্মরণ করিয়ে দিয়েছি। তার বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ গণমাধ্যমে প্রকাশ হয়েছে। ইতোমধ্যে দুদক তাকে কয়েকবার নোটিশ দিয়ে জিজ্ঞাসাবাদ করেছে।