অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

পুলিশের বিরুদ্ধে মামলা করতে মেজর সিনহার পরিবার কক্সবাজার আদালতে

0
ফাইল ছবি।

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া পুলিশ ফাঁড়ির কাছে সেনা বাহিনীর অবসর প্রাপ্ত তরুণ অফিসার সিনহা মোহাম্মদ রাশেদ খানকে গুলি হত্যার অভিযোগে পুলিশের বিরুদ্ধে মামলা করতে আদালতে গেছেন নিহত সিনহার পরিবার।

সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস ও ভগ্নিপতি এখন কক্সবাজার আদালতে উপস্থিত আছেন।

আজ মঙ্গলবার (৫ আগষ্ট) দুপুরের কক্সবাজার আদালতে হাজির হয়ে মেজর সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে কক্সবাজার চীফ জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে এ মামলা দায়ের করবেন বলে জানা গেছে।

আরও খবর: পুলিশের বিরুদ্ধে হত্যা মামলা করার প্রস্তুতি নিচ্ছে মেজর সিনহার পরিবার

উল্লেখ্য মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান গত ৩১ জুলাই রাত ৯টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে পুলিশের গুলিতে নিহত হন। টেকনাফের শামলাপুর অঞ্চলে পাহাড়ি এলাকায় ডকুমেন্টারি ফিল্মের শুটিং শেষে তিনি নিজ গাড়িতে সঙ্গীসহ পুলিশ চেকপোস্ট অতিক্রম করার সময় এই ঘটনা ঘটে।

এ ঘটনায় উক্ত ফাঁড়ির সকল পুলিশকে (২১জন) প্রত্যাহার করা হয়েছে।

আরও খবর: ভয়ঙ্কর এক ওসির নাম প্রদীপ কুমার দাশ