অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

লক্ষ্মীপুরে করোনা ও উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু

0
.

লক্ষ্মীপুরে রবিবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে অন্তত ৪ জন মারা গেছেন।

মৃতদের মধ্যে সদর উপজেলায় করোনা আক্রান্ত হয়ে একজন এবং লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের প্রধান সহকারী যোগেশ চন্দ্র দাস, সদর উপজেলার হাজির পাড়া কৃষক সভাপতি সিরাজ মিয়া এবং রায়পুর কেরোয়া ইউনিয়নের জয়নাল আবেদিন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

স্থানীয় স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করেছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৩০ জনে পৌঁছালো। তবে করোনা ও উপসর্গ নিয়ে মোট মারা গেছেন ৭৩ জন।

জেলা সিভিল সার্জন ডা. আব্দুল গফ্ফার এ তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৩২টি। এর মধ্যে নতুন করে আরও শনাক্ত হয়েছে ৩০ জনের। এ নিয়ে জেলা করোনা আক্রান্তের সংখ্যা এক হাজার ২৮৬ জনে পৌঁছালো।

নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগ সভাপতি একেএম সালাউদ্দিন টিপু এবং একজন আইনজীবী রয়েছেন।