অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা প্রায় ৬ লাখ

0
.

বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৫ লাখ ৯৫ হাজার ছাড়িয়েছে এবং মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪০ লাখ ৯৫ হাজার ৯৬। এদের মধ্যে এ পর্যন্ত চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে ৮৩ লাখ ৯১ হাজার ৭৬৭ জন।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস-এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৩৭ লাখ ৩৭ হাজার ৮৪১। মৃত্যু হয়েছে ১ লাখ ৪১ হাজার ৬১৭ জনের।

আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২০ লাখ ২১ হাজার ৮৩৪। এর মধ্যে ৭৬ হাজার ৯৯৭ জনের মৃত্যু হয়েছে।

তৃতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৩৯ হাজার ৪৫। এর মধ্যে ২৬ হাজার ২৮৫ জনের মৃত্যু হয়েছে। অপরদিকে, উৎপত্তিস্থল চীনে আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ৬২২। এর মধ্যে ৪ হাজার ৬৩৪ জনের মৃত্যু হয়েছে।

আমেরিকার দুই মহাদেশ ও দক্ষিণ এশিয়ায় সংক্রমণ এখনো দ্রুত বাড়ছে। ইউরোপে করোনা কিছুটা স্তিমিত হওয়ার পর সেখানে আবারো নতুন করে রোগটির প্রাদুর্ভাব পরিলক্ষিত হচ্ছে। তবে আশার কথা হচ্ছে, এখন আক্রান্তের পর সুস্থ হওয়ার হার দ্রুত বাড়ছে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস।