অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ১২ হাজার ছাড়ালো

0
.

বিগত ২৪ ঘন্টায় ২৫২২ টি নমুনা পরীক্ষা চট্টগ্রামে ৩৯৯ জনের করোনা শনাক্ত হয়। এদের মধ্যে ৩১৩ জন নগরীর ও ৮৬ জন বিভিন্ন উপজেলার। এনিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২৩৩০ জন। গত একদিনে করোনায় মারা গেছে আরও ৩ জন। এনিয়ে চট্টগ্রামে মৃতের সংখ্যা ২২০ জন।

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, নতুন ৩৯৯ জনের মধ্যে ২৬৮ জনেরই করোনা শনাক্ত হয়েছে ঢাকার ল্যাবে, চট্টগ্রামের সরকারি চারটি ও বেসরকারি একটি ল্যাব এবং কক্সবাজারের একটি ল্যাবের পরীক্ষাগার ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস বিআইটিআইডিতে ১৪০ জনের নমুনা পরীক্ষায় ২৫ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (সিভাসু) ল্যাবে ৩৮ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৬ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২০৬ জনের নমুনা পরীক্ষা করে ২৩ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৪৪ জনের নমুনা পরীক্ষায় ৪১ জন, বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ২৩৭ জনের নমুনা পরীক্ষায় ৩৬ জন করোনা শনাক্ত হয়।

এছাড়াও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৬ জনের নমুনা পরীক্ষায় কোন করোনা রোগী শনাক্ত হয়নি।