অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে মৃত্যুহীনের দ্বিতীয় দিনে ১৬৭ জনের করোনা শনাক্ত

0
.

টানা মৃত্যুহীনের দ্বিতীয় দিনে চট্টগ্রামে ৮৫৬টি নমুনা পরীক্ষায় ১৬৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বিসয়টি নিশ্চিত করে বলেন, বিগত ২৪ ঘন্টায় চট্টগ্রামের ৫টি এবং কক্সবাজার ল্যাবে নমুনা পরীক্ষায় ১৬৭ জনের করোনা পজেটিভ পাওয়া যায়।

গতকাল চট্টগ্রাম ভেটেনারী বিশ্ববিদ্যালয় ল্যাবে কোন পরীক্ষা হয়নি। এখন চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৭৬৪ জনে ।
নতুন আক্রান্তদের মধ্যে নগরীর ৯৬ জন এবং উপজেলায় ৭১ জন।

জানা যায়, বিগত ২৪ ঘন্টায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৯২টি নমুনা পরীক্ষায় ২৩ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৭৭টি নমুনা পরীক্ষা করে ৪০জন,কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৮টি নমুনা পরীক্ষা করে আরও ৪ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করে ২৫ জন করোনা পজেটিভ পাওয়া গেছে।

এছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে ২৬৭টি নমুনা পরীক্ষা করে ৪৪ জন এবং শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১১৪টি নমুনা পরীক্ষা করে ৩১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।