অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

লোহাগাড়া গোপন বৈঠক থেকে ‘নব্য জেএমবি’র নেতা আটক

0
.

লোহাগাড়া, (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় গোপন বৈঠক ও প্রশিক্ষণ চলাকালে মো : আব্দুল কাইয়ুম (২৩) নামের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘নব্য জেএমবি’র এক নেতাকে আটক করেছে এন্টি টেররিজম ইউনিটের একটি টিম। এ সময় ৪টি মোবাইল সেট, ৮/১০টি জিহাদী বই, জঙ্গি হামলা সংক্রান্ত ৬/৭টি মোবাইলের স্ক্রিনশর্ট কপি ও বেশকিছু প্রচারপত্র উদ্ধার করা হয়।

৬ জুলাই (সোমবার) রাত পৌনে ২ টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠ থেকে তাকে আটক করা হয়।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নব্য জেএমবি’র ৮/৯ সদস্য কৌশলে পালিয়ে যায়।

আটক জঙ্গি নেতা মো : আব্দুল কাইয়ুম উপজেলার পদুয়া ইউনিয়নের নয়া পাড়ার আব্দুস শুক্কুরের ছেলে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনিসহ গ্রেফতার এড়াতে পালিয়ে যাওয়া জঙ্গি সদস্যরা বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘নব্য জেএমবি’র বিভিন্ন স্তরের নেতা বলে বলে স্বীকার করেন।

এ ঘটনায় এন্টি টেররিজম ইউনিট ঢাকার পুলিশ পরিদর্শক মো : সোলায়মান শেখ বাদী হয়ে লোহাগাড়া থানায় আটক আব্দুল কাইয়ুমসহ ১০ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী/২০১৩) এর ৬(২)/৮/৯/১০/১২ ধারায় নিয়মিত মামলা রুজু করেছেন । মামলাটি এন্টি টেররিজম ইউনিটই তদন্ত করছেন বলে জানা গেছে।

এন্টি টেররিজম ইউনিট ঢাকার পুলিশ পরিদর্শক সোলায়মান শেখ জানান, লোহাগাড়া উপজেলার পদুয়া বাজারের পূর্বপার্শ্বে পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠে কতিপয় উগ্রপন্থী বিপদগামী ব্যাক্তি বাংলাদেশের অখন্ডতা, সংহতি, জননিরাপত্তা বা সার্বভৌমত্ব বিপন্ন করা, জনসাধারণের ভিতর আতংক সৃষ্টি, ধর্মীয় উগ্রবাদী মতাদর্শ প্রচারের মাধ্যমে দেশের আইন শৃংখলা পরিস্থিতির মারাত্বক অবনতি ও নাশকতা ঘটানোর উদ্দেশ্যে গোপন বৈঠক ও বিভিন্ন পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রস্ততি গ্রহণের জন্য একত্রিত হবে এমন গোপন তথ্যের ভিক্তিতে সোমবার রাত ২ টা ১৫ মিনিটে উক্ত স্থানে আমার নেতৃত্বে এন্টি টেররিজম ইউনিট ঢাকার একটি টিম অভিযান পরিচালনা করি। অভিযানে জঙ্গি নেতা আব্দুল কাইয়ুমকে হাতেনাতে আটক করতে সক্ষম হলেও ৮/৯ জন সদস্য কৌশলে পালিয়ে যায়। এসময় তাদের ব্যবহ্নত ৪টি মোবাইল সেট, বেশকিছু জিহাদী বই, জঙ্গি হামলা সংক্রান্ত মোবাইল স্ক্রীনশর্ট কপি ও বেশকিছু প্রচার পত্র জব্দ করি। আটকের পর জঙ্গি কাইয়ুম প্রাথমিক জিজ্ঞাসাবাদে পলাতক তার দুই সহযোগীর নাম-ঠিকানা জানালেও অন্য ৬/৭ জনের পরিচয় কৌশলে এড়িয়ে যায়। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে লোহাগাড়া থানায় সন্ত্রাস বিরোধী আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেছি। তার সহযোগীদের আটকের চেষ্টা চলছে।

এ বিষয়ে জানতে চাইলে লোহাগাড়া থানার ওসি জাকির হোসাইন মাহমুদ বলেন, এন্টি টেররিজম ইউনিট অভিযানের বিষয়টি আমাকে অবহিত করে থানা পুলিশের সহায়তায় পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠে অভিযান পরিচালনা করিয়া মোঃ আবদুল কাইয়ুম নামের নব্য জেএমবি’র এক সদস্যকে  বর্ণিত আলামত সহ থানায় এজাহার দায়ের করেছে। মামলাটি এন্টি টেররিজম ইউনিট মামলাটি তদন্ত করছেন।