অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ব্যাটেলগ্রাউন্ড ৪ রাজ্যের ৩টিতে এগিয়ে হিলারি

0
epa03197014 US Secretary of State Hillary Clinton delivers remarks at the Global Impact Economy Forum at the State Department in Washington, DC., USA 26 April 2012. Clinton hosts the first-ever Global Impact Economy Forum at the Department of State and Georgetown University?s McDonough School of Business in Washington, DC. On April 26-27 the Forum will bring together over 350 high-level investors, business executives, entrepreneurs, philanthropists, academics, and U.S. Government leaders from the White House, Departments of State, Commerce, and Treasury, the Overseas Private Investment Corporation, and the U.S. Agency for International Development.  EPA/JIM LO SCALZO
.

গুরুত্বপূর্ণ চারটি ব্যাটেলগ্রাউন্ড রাজ্যের মধ্যে তিনটিতে এগিয়ে আছেন হিলারি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে এবার ব্যাটেলগ্রাউন্ড রাজ্য ১১টি।

ফ্লোরিডা, নর্থ ক্যারোলাইনা, পেনসিলভানিয়া এবং ওহাইও- এ চার ব্যাটেলগ্রাউন্ড রাজ্যের মধ্যে যথাক্রমে প্রথম তিনটিতে এগিয়ে আছেন হিলারি। ওহাইওতে বড় ব্যবধানে ট্রাম্পের চেয়ে পিছিয়ে আছেন তিনি।

স্থানীয় সময় বুধবার বিকেলে কুইনিপিয়্যাক ইউনিভার্সিটি পরিচালিত একগুচ্ছ জরিপের ফলাফল প্রকাশিত হয়। এতে দেখা যাচ্ছে, ফ্লোরিডায় মাত্র ১ শতাংশ ভোটারের সমর্থন বেশি পাচ্ছেন হিলারি। এ রাজ্যে হিলারি এখন ৪৬ শতাংশ ও ট্রাম্প ৪৫ শতাংশ ভোটারের সমর্থন পাচ্ছেন।

ফ্লোরিডায় অন্য দুই দলের প্রার্থীরাও লড়ছেন। লিবার্টিয়ান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী গ্যারি জনসন এবং গ্রিন পার্টির প্রার্থী জিল স্টেইন উভয়েই ২ শতাংশ ভোটারের সমর্থন পাচ্ছেন। নির্বাচনে শেষ মুহূর্তে কিছুটা হলেও তাদের প্রভাব থাকে। এ রাজ্যে সিদ্ধান্তহীন ভোটার ৪ শতাংশ।

নর্থ ক্যারোলাইনায় ট্রাম্পের চেয়ে ৩ শতাংশ ভোটার সমর্থনে এগিয়ে আছেন হিলারি। হিলারি ৪৭ শতাংশ আর ট্রাম্প ৪৪ শতাংশ ভোটারের সমর্থন পাচ্ছেন। এ রাজ্যে লিবার্টিয়ান পার্টির প্রার্থী জনসন ৩ শতাংশ ভোটারের সমর্থন পাচ্ছেন। তবে এখনো সিদ্ধান্তহীন ভোটার আছেন ৫ শতাংশ।

পেনসিলভানিয়ায় সন্তোষজনক অবস্থানে আছেন প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী ডেমোক্র্যাট প্রার্থী হিলারি। ৪৮ শতাংশ সমর্থন নিয়ে এগিয়ে আছেন হিলারি, যেখানে ট্রাম্পের সমর্থন ৪৩ শতাংশ। এ রাজ্যে জনসন ও স্টেইন ৩ শতাংশ ভোটার সমর্থন পাচ্ছেন এবং সিদ্ধান্তহীন ভোটার ২ শতাংশ।

তবে ওহাইও রাজ্যে ট্রাম্প স্পষ্ট মার্জিনে এগিয়ে আছেন। এ রাজ্যে তার পক্ষে ৪৬ শতাংশ, হিলারির পক্ষে ৪১ শতাংশ, জনসনের পক্ষে ৫ শতাংশ, স্টেইনের পক্ষে ২ শতাংশ সমর্থন রয়েছে। সিদ্ধান্তহীন ভোটার রয়েছে ২ শতাংশ।

ছোট দুই দল বাদ দিয়ে হিসাব করলে ফ্লোরিডা ও নর্থ ক্যারোলাইনায় হিলারি ২ শতাংশ সমর্থন বেশি নিয়ে এগিয়ে আছেন। আর পেনসিলভানিয়ায় ৬ শতাংশ সমর্থন বেশি নিয়ে এগিয়ে আছেন। অন্যদিকে, ওহাইওতে ট্রাম্প এগিয়ে আছেন ৩ শতাংশ সমর্থনে।

আগাম ভোটে ফ্লোরিডায় এগিয়ে আছেন হিলারি। যেখানে হিলারি পেয়েছেন ৪৮ শতাংশ, ট্রাম্প ৪২ শতাংশ। নারী ও সংখ্যালঘুদের ভোট বেশি পাচ্ছেন হিলারি। কিন্তু পুরুষ ও শ্বেতাঙ্গ ভোট বেশি পাচ্ছেন ট্রাম্প।