অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

করোনায় উপসর্গ নিয়ে সীতাকুণ্ডের সন্তান পুলিশ সদস্য জাহেদের মৃত্যু

0
.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামে করোনা উপসর্গ নিয়েে এক ট্রাফিক পুলিশ কনেস্টেবলের মৃত্যু হয়েছে। আজ বুধবার বুধবার (১ জুলাই) দুপুরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

মারা যাওয়া পুলিশ সদস্যের নাম আ ফ ম জাহেদ (৪২)। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগ (উত্তর) এ কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

আ ফ ম জাহেদ সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড নড়ালিয়া এলাকার মো. জয়নাল আবদীনের ছেলে।

সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) মোহাম্মদ আবুবকর সিদ্দিক বলেন, ট্রাফিক কনস্টেবল আ ফ ম জাহেদ চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার করোনা উপসর্গ ছিল। নমুনা সংগ্রহ করা হয়েছে।

জাহেদ এর ছোট ভাই এস.এম তবরেজ বলেন, আমার ভাই বেশ কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন। তার আর কোন উপসর্গ ছিলনা। গতকাল হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হলে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আজ দুপুরে মারা যান। তার প্রথম জায়নাজা কর্মস্থলে এবং দ্বিতীয় জানাজা নিজ গ্রাম বাড়বকুণ্ডে অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য বিধি মেনে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

পারিবারিক সুত্র জানায়, করোনা উপসর্গ থাকায় ২৫ জুন পরীক্ষার জন্য তার নমুনা দেওয়া হয়। সে রিপোর্ট এখনও পাওয়া যায়নি।