অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

করোনা মোকাবেলায় সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে: ডা: শাহাদাত

0
.

চট্টগ্রাম বিএনপির সভাপতি ও বিএনপির মেয়র প্রার্থী ডা.শাহাদাত হোসেন সংবাদ মাধ্যমে এক বিবৃতিতে বলেছেন, করোনা মোকাবেলায় সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বাংলাদেশে ৮ মার্চ করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বারবার হুঁশিয়ারি সত্ত্বেও সঠিক পরিকল্পনা ও সমন্বয়ের অভাবে বর্তমানে বিশ্বের করোনা আক্রান্ত ১১৮ টি দেশ ও অঞ্চলের মধ্যে প্রতিনিয়ত আক্রান্তের দিক থেকে বাংলাদেশ এখন বিশ্বে ১৮ তম এবং মৃত্যুর দিক থেকে ৩০ তম। এপ্রিল থেকে আমরা জোনিং এর কথা বলে আসলেও সরকার এই সিদ্ধান্ত নেয় প্রায় দুই মাস পরে। শুধু পরিকল্পনা এবং সমন্বয়ের অভাবে আমাদের প্রিয় শহর চট্টগ্রাম এখন লাশের শহরে পরিণত হচ্ছে।

আজ ১৮জুন বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে ডা: শাহাদাত বলেন, যেখানে WHO মে মাসে আক্রান্তের সংখ্যা খুব দ্রুত বাডবে এই হুঁশিয়ারি দিয়েছিল।সরকার সেটা সম্পূর্ণ উপেক্ষা করে লকডাউন তুলে নিয়ে চট্টগ্রামে বন্দর,ইপিজেড, কাস্টমস, বিভিন্ন মার্কেট,পাবলিক প্লেস খুলে দিয়ে চট্টগ্রাম দ্রুত আক্রান্তের পরিমাণ বাড়ার কারণে “চট্টগ্রাম রেড জোনে” পরিণত হয়েছে। মার্চের প্রথম থেকেই চট্টগ্রামের সমস্ত সরকারি,বেসরকারি হাসপাতাল, ক্লিনিক গুলোকে নিয়ে সমন্বয় সভা করে যদি কোভিড, নন কোভিড, পাশাপাশি করোনা উপসর্গযুক্ত হাসপাতাল চিহ্নিত করা যেত, তাহলে মৃত্যুর মিছিল দীর্ঘ হত না। বিবৃতিতে ডা. শাহাদাত হোসেন আরও বলেন,আগাম পরিকল্পনা ও সমন্বয় থাকলে সে সব হাসপাতালগুলোতে কোভিড/নন-কোভিড বেড সংখ্যা নির্ধারণ করা যেত। পাশাপাশি প্রয়োজনীয় যন্ত্রপাতি যেমন-অক্সিজেন সিলিন্ডার,সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট, হাই-ফ্লো-অক্সিজেন ন্যাজাল ক্যানুলা ও ICU ভেন্টিলেটর ক্রয় করে আগাম স্বয়ংসম্পূর্ণ করতে পারত, তাহলে জনগণ চিকিৎসার অভাবে পথে-ঘাটে মৃত্যুবরণ করত না।

ডা. শাহাদাত হোসেন আরও বলেন, গতকাল একদিনেই করোনা সংক্রমনের সংখ্যা ৪ হাজারের অধিক গড়িয়েছে। এমতাবস্থায় চট্টগ্রামের করোনা পরিস্থিতি দিন দিন আরো ভয়াবহতার দিকে যাচ্ছে।যে সব এলাকায় রেড জোন ঘোষণা দেয়া হয়েছে সেসব এলাকার জনসাধারণকে ঘর থেকে বের না হয়ে নিজকে এবং নিজের পরিবারকে নিরাপদ রাখার আহ্বান জানান।