অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে করোনায় আরও চার জনের মৃত্যু,নতুন শনাক্ত ১৭৮ জন

0
.

বিগত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ১৭৮ জন নতুন করোনা রোগী। সুস্থ হয়েছেন ৫২ জন। আক্রান্তদের মধ্যে নগরীর ১০৩ জন ও বিভিন্ন জেলার ৭৫ জন রয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ জুন) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় সূত্রে তথ্য জানা যায়।

জানা যায়, চট্টগ্রামের ৫টি ল্যাবে নমুনা পরীক্ষায় মোট ৭৯৬টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) এবং ইম্পেরিয়াল হাসপাতালে যথাক্রমে ২৭৯টি, ৪২টি, ১৫০ টি, ১৫৫ টি এবং ১৩৯ টি করা হয়। এছাড়া কক্সবাজার ল্যাবে চট্টগ্রামের ৩১টি নমুনা পরীক্ষা করা হয়।

এইদিন নতুন করে বিআইটিআইডি ল্যাবে ৪৩ জন, চবি ল্যাবে ২১ জন, চমেক ল্যাবে ৬৩ জন, সিভাসু ল্যাবে ২৫ জন এবং ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ২৩ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তাছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৩ জন শনাক্ত হয়।