অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

লকডাউনে উত্তর কাট্টলী অবরুদ্ধ (ভিডিও)

0
.

করোনাভাইরাস সংক্রামন থেকে রক্ষা করতে সারাদেশের ন্যায় চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন ওয়ার্ডকে রেড জোন ইয়েলো জোন ও গ্রিণ জোনে ভাগ করে সর্তকতামূলক পদক্ষেপ নিয়েছে প্রশাসন।  তারই অংশ হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১০নং উত্তর কাট্টলীকে রেড জোন এলাকা ঘোষণা করে লকডাউন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) রাত ১২টা ১ মিনিট থেকে এ ওয়ার্ডে ২১ দিনের জন্য লকডাউন শুরু হওয়ার পরপরই ২০টি প্রবেশপথের ১৪টি বন্ধ দেয়া হয়েছে।  জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি চলাচলের জন্য খোলা থাকবে ৬টি সড়ক।

এর আগে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন মঙ্গলবার রাত ১১টার দিকে এই এলাকা পরিদর্শনে আসেন। এসময় তিনি ওয়ার্ড কার্যালয়ের কন্ট্রোল রুমে লকডাউন কর্মসূচির সার্বিক বিষয় নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।

লকডাউন শুরুর আগে মেয়র আ জ ম নাছির এলাকাবাসীর সাথে কথা বলছেন।

গত রবিবার (১৪ জুন) নগর ভবনে সিটি করপোরেশনের সঙ্গে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের এক সভায় এই লকডাউনের সিদ্ধান্ত হয়।

তার আগে, করোনাভাইরাস প্রতিরোধে গঠিত জাতীয় কমিটি চট্টগ্রাম নগরীর ১০টি ওয়ার্ডকে রেড জোন হিসেবে চিহ্নিত করে। সেসব ওয়ার্ডের মধ্যে ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডও রয়েছে।  অপর ওয়ার্ডগুলো হলো- ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ড, ১৬ নম্বর চকবাজার, ২০ নম্বর দেওয়ানবাজার, ২১ নম্বর জামালখান, ২২ নম্বর এনায়েত বাজার, ২৬ নম্বর উত্তর হালিশহর, ৩৭ নম্বর উত্তর মধ্যম হালিশহর, ৩৮ নম্বর দক্ষিণ-মধ্যম হালিশহর এবং ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর।

মোহাম্মদ সামসুদ্দোহা বলেন, ‘করোনাভাইরাস প্রতিরোধে গঠিত জাতীয় কমিটি নগরীর ১০টি ওয়ার্ডকে রেড জোন হিসেবে চিহ্নিত করার পর রবিবার মেয়রের সঙ্গে প্রশাসনের কর্মকর্তাদের সভা অনুষ্ঠিত হয়। সভায় শুরুতে ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডকে লকডাউন করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি ওয়ার্ডগুলোকে লকডাউনের প্রক্রিয়ায় আনা হবে।’

তিনি বলেন, ‘লকডাউন চলাকালীন অধিবাসীরা নিজের এলাকায় থাকবেন এবং বাইরের কেউ ওই এলাকায় প্রবেশ করতে পারবেন না। যারা ঘরে থাকবেন, তাদের প্রয়োজন ও চাহিদা পূরণ করতে সিটি করপোরেশনের পক্ষ থেকে মহল্লাগুলোতে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করে বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর তা তদারক করবেন।’ এবং নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নম্বরে কল করলে চাহিদা মোতাবেক ন্যায্যমূল্যের খাদ্য, ওষুধপত্রসহ নিত্যপণ্য পৌঁছে দেয়া হবে। লকডাউনের পর এ এলাকায় চলবে না গণপরিবহন, থাকবে না স্টপেজ। তিনি বলেন, উত্তর কাট্টলী ওয়ার্ডে রয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কিছু অংশ। তবে এ মহাসড়ক লকডাউনের অন্তর্ভুক্ত থাকবে না। মহাসড়ক দিয়ে যানবাহন চলাচল করতে পারবে। শুধু লকডাউন এলাকায় থামতে পারবে না। যাত্রী ওঠানামা করানো যাবে না। দূরপাল্লার পরিবহন স্টেশন লকডাউন এলাকা থেকে অন্য জায়গায় সরিয়ে নিতে হবে।

এছাড়া উত্তর কাট্টলী ওয়ার্ডে প্রায় ১৫০টি কলকারখানা আছে। সিটি গেট, কৈবল্যধাম মন্দির এবং জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামও এই ওয়ার্ডে অবস্থিত। কৈবল্যধাম রেলস্টেশন ও ক্রিকেট স্টেডিয়াম রেলওয়ে স্টেশন নামে দুটি রেলস্টেশন আছে ওয়ার্ডটিতে। সবকিছুই থাকবে নিয়ন্ত্রণে। উত্তর কাট্টলী ছাড়া নগরীর আরো ৯টি ওয়ার্ডকে রেডজোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এগুলো হচ্ছে ১৪ নং লালখান বাজার, ১৬ নং চকবাজার, ২০ নং দেওয়ান বাজার, ২১ নং জামালখান, ২২ নং এনায়েত বাজার, ২৬ নং উত্তর হালিশহর, ৩৭ নং উত্তর মধ্যম হালিশহর, ৩৮ নং দক্ষিণ মধ্যম হালিশহর ও ৩৯ নং দক্ষিণ হালিশহর। যেগুলোতে পর্যায়ক্রমে লকডাউন কার্যকর করা হবে। এদিকে জাতীয় গাইডলাইন অনুসারে চট্টগ্রামে প্রতিলাখ জনগোষ্ঠীর মধ্যে সর্বশেষ ১৪ দিনে ৬০ জন সংক্রমিত হওয়া এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়। এরমধ্যে নগরীর চকবাজার ওয়ার্ডে সর্বশেষ ১৪ দিনে সর্বোচ্চ ১৬১ জন, কাট্টলী ওয়ার্ডে ১৪৫ জন এবং উত্তর হালিশহরে সংক্রমিত হন ১০৫ জন। সে হিসেবে চট্টগ্রামে ঘোষিত রেডজোনে আক্রান্তের হারে প্রথম চকবাজার ওয়ার্ড। এরপরও দ্বিতীয় অবস্থানে থাকা উত্তর কাট্টলী ওয়ার্ডে প্রথম লকডাউন কার্যকর বিষয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

এ বিষয়ে চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও কমিটির সদস্য সচিব কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী বলেন, পর্যায়ক্রমে সবখানে লকডাউন কার্যকর করব। শুরুতে পরীক্ষামূলকভাবে ব্যবস্থাপনার সুবিধার্থে উত্তর কাট্টলী ওয়ার্ডকে বেছে নিয়েছি। লকডাউন থাকা অবস্থায় যেহেতু কেউ ঢুকতে এবং বের হতে পারবে না সেহেতু চকবাজার ওয়ার্ডে চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং বাজারসহ গুরুত্বপূর্ণ অনেক কিছু রয়েছে। তাই সেখানে কিভাবে লকডাউন কার্যকর করব সেটা নিয়ে আরো আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেব।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, আমরা রেডজোনের তালিকা সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করেছি। করোনা প্রতিরোধে গঠিত কমিটির সভাপতি মেয়র মহোদয় সিদ্ধান্ত দেবেন কোন এলাকায় প্রথম কার্যকর করবেন। তবে এমন না যে, বেশি সংক্রমিত ওয়ার্ডে প্রথমেই কার্যকর করতে হবে। তিনি বলেন, নগরীতে চিহ্নিত রেডজোন এলাকায় লকডাউন কার্যকর করার বিষয়ে কেন্দ্রীয় কমিটির গাইডলাইনে বেশ কিছু নির্দেশনা আছে। নির্দেশনা অনুযায়ী সেখানে জনসাধারণের চলাচল নিষিদ্ধ। সেখানে হোম কোয়ারেন্টাইন নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে। লকডাউন এলাকার করোনা রোগীদের নির্ধারিত আইসোলেশন সেন্টারে রাখা হবে। নমুনা সংগ্রহে প্রয়োজনীয় সংখ্যক বুথ স্থাপন করবে স্বাস্থ্য বিভাগ। লকডাউন এলাকার লোকজনের স্বাস্থ্যসেবা নিশ্চিতে টেলিমেডিসিন সেবা চালু করা হবে। কেউ মারা গেলে মৃতদেহের সৎকার বা দাফন কাজে নিয়োজিত সরকারি-বেসরকারি বা স্বেচ্ছাসেবীরা করবে।

এছাড়া মুদিবাজার, ওষুধ, নিত্যপণ্যের বাজার, দোকান বন্ধ থাকবে। তবে জোন কমিটি তা হোম ডেলিভারি দেবে। ই-কমার্স প্রতিষ্ঠানও হোম ডেলিভারি দেবে। রেডজোন এলাকায় গণপরিবহন চলবে না। এমনকি কোনো স্টপেজ থাকবে না। তবে শুধুমাত্র রাতে মালবাহী যান চলতে পারবে। লকডাউন এলাকায় কোনো বস্তি থাকলে তাদের জন্য খাদ্য সরবরাহ নিশ্চিত করতে হবে। একই এলাকায় আকস্মিক কোনো লোক কর্মহীন হলে তাকেও খাদ্য সরবরাহ করতে হবে। তবে কোনো ব্যক্তি ওএমএস, মানবিক সহায়তা বা অন্য কোনো সামাজিক সহায়তা কর্মসূচিতে অন্তর্ভুক্ত থাকলে তিনি ত্রাণ সহায়তা থেকে বাদ যাবেন।

এছাড়া গাইডলাইনে রেডজোন এলাকায় আরেকটি জোন বা সপট কমিটি গঠনের নির্দেশনা দেওয়া আছে। এতে আহ্বায়ক থাকবেন সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, স্বাস্থ্য অধিদপ্তরের একজন প্রতিনিধি, স্থানীয় সাংসদ কর্তৃক মনোনীত রাজনৈতিক নেতা, ই-কমার্স এসোসিয়েশনের প্রতিনিধি, সমাজ কল্যাণ সমিতির প্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও স্থানীয় মসজিদের ইমাম সদস্য থাকবেন।

আলোচনায় কাউন্সিলর নিছার উদ্দিন আহমদ মঞ্জু, সংরক্ষিত কাউন্সিলর আবিদা আজাদ, লে কর্ণেল এইচ এম আনোয়ার আলী, পাহাড়তলী জোনের এসি আরিফ হোসেন, আকবারশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজ রহমান, পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈনুর রহমান, আকবরশাহ থানা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি লোকমান আলী, ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন চৌধুরী ও মেয়রের একান্ত সচিব আবুল হাশেমসহ মহল্লা কমিটির স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।