অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বাঁশখালীতে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে মারা গেল গণধর্ষণ মামলার আসামী

0
.

জেলার বাঁশখালীতে র‌্যাব সাথে কথিত বন্দুকযুদ্ধে ধর্ষণ মামলার আসামী নিহত হয়েছে।

আজ সোমবার (১৫ জুন) ভোর রাতে বাঁশখালী পৌরসভার ভাদালিয়া এলাকায় আনোয়ার হোসেনের মেহগনি বাগানে এ ঘটনা ঘটে। এ সময় একটি আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। নিহত আব্দুল মজিদ একটি গণধর্ষণ মামলার আসামী ছিল বলে র‌্যাব-৭ কর্মকর্তারা জানায়।

নিহত আবদুল মজিদ (৩০) বৈলছড়ি ইউনিয়নের পশ্চিম চেচুরিয়া ঘোনাপাড়ার লেদু মিয়ার পুত্র।

র‌্যাব-৭ এর এএসপি মাহমুদুল হাসান মামুন পাঠক ডট নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ভোরের দিকে বাঁশখালী থানাধীন মিয়ার বাজার এলাকায় র‍্যাব-৭ এর টহল দলের সাথে অস্ত্রধারী সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময়ের ঘটনা ঘটে।এতে চাঞ্চল্যকর ১৯ বছর বয়সী তরুণী গণধর্ষণ মামলার প্রধান আসামি আবদুল মজিদ নিহত হন। ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ব্যবহৃত একটি আগ্নেয়াস্ত্র ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম মজুমদার জানান, গত ২৭ এপ্রিল বাশঁখালীর বৈলছড়ি এলাকার একটি আম বাগানের ভেতর নিয়ে ১৯ বছর বয়সী এক তরুণীকে গণধর্ষণ করে আব্দুল মজিদসহ দুইজন। এ ঘটনায় তরুণীর পরিবার বাশঁখালী থানায় একটি ধর্ষণ মামলা দাযের করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছিল নিহত এ আব্দুল মজিদকে। ঘটনার পর থেকেই তারা দুজনই পলাতক ছিল। এরমধ্যে আব্দুল মজিদ র‌্যাবের সাথে গুলাগুলিতে নিহত হয়। অন্যজন এখনো পলাতক আছেন।