অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

মঞ্চ নাটকে ফিরছেন ধ্রুব দাইয়ান!

0
.

মোহাম্মদ আলী:

আবদুল দাইয়ান ধ্রুব। প্রকাশ- ধ্রুব দাইয়ান। তবে দাইয়ান নামেই চট্টগ্রামের নাট্য জগতে পরিচিত তিনি। ১৯৯৬ সাল থেকে মঞ্চ নাটক বা থিয়েটারের সাথে জড়িত আছেন। সমীকরণ থিয়েটার এ থাকাকালীন অভিনয় করেছেন মৃচ্ছ কটিক, জাল (শো করা হয়নি), মলকাবানু, কবিয়াল রামেশ শীল, টু ইডিয়টসসহ আরো কয়েকটি নাটকে। সমীকরণ থিয়েটারে বেশ কিছু পথ নাটকেও কাজ করেছেন।

কাজ করেছেন মোসলেম উদ্দীন শিকদার লিটন, সুমিত দা, কোহেল ভাই, অশোক দা, মোস্তফা কামাল যাত্রা, মাশরুজ্জামান মুকুট, দীপু ভাইয়ের সাথে।

না! উনি এখনো জীবিত আছেন! বর্তমানে মঞ্চ নাটকে অনিয়মিত তিনি। যুক্ত আছেন গ্রুপ চট্টগ্রামের থিয়েটার নাট্যাধার এর সাথে। অভিনয় করেছেন নাট্যাধার প্রযোজনা শিখন্ডী কথা ও কালবোধন নাটকে। লিখেছেন কালবোধন, মকু মিয়াসহ আরো কয়েকটি নাটক।

দাইয়ান রচিত মকু মিয়া নাটকটি সম্প্রতি অনলাইনে মহড়া করছে নাট্যাধার। অনলাইনে এ নাটকের মহড়ায় যুক্ত হয়েছেন তিনি।

জিয়া হায়দার রচিত ও মোস্তফা কামাল যাত্রা নির্দেশিত স্মৃতি-৭১ নাটকে তার সাথে সহশিল্পী হিসেবে কাজ করার সুযোগ হয়েছিল আমার।

‘অসম্ভব প্রতিভাবান ও শক্তিমান অভিনেতা আমার বন্ধু দাইয়ান! প্রত্যাশা করছি আবারও নিয়মিত হবে, মুখরিত করবে শিল্পাঙ্গন।’- দাইয়ান সম্পর্কে তার বন্ধু রবিউল আওয়াল দীপুর মন্তব্য এটি।

দীর্ঘ বিরতি অভিমানে নাকি ব্যক্তিগত বা পারিবারিক কারণে?

তবে নাটকে নিজেকে নিয়মিত বলে দাবি দাইয়ানের।

তিনি বলেন, ‘আমি অনিয়মিত না, নিয়মিত আছি নাটকে। অনেক নাটকে কাজ করেছি, তবে প্রদর্শনী করা হয় নি।’

তবে কি মঞ্চ নাটকে আবার ফিরছেন দাইয়ান?

প্রচার বিমুখ ধ্রুব দাইয়ান আবারো মঞ্চ নাটকে নিয়মিত হবেন- এটাই আমাদের প্রত্যাশা।

লেখক: মোহাম্মদ আলী
সাংবাদিক ও সংস্কৃতি কর্মী।