অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

হাটহাজারীতে করোনা উপসর্গ নিয়ে দোকানীর মুত্যু

0
.

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি:

জেলার হাটহাজারীতে করোনা উপসর্গ নিয়ে বিজন পাল (৫০) নামে এক মুদি দোকানীর মুত্যু হয়েছে। আজ সোমবার (৮ জুন) দুপুর দেড় টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

বিজন পালের জ্বর ও শ্বাসকষ্টের কথা স্বীকার করে তাঁর বড় ভাই তপন পাল বলেন, বিজন পাল হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। মৃত বিজন পাল হাটহাজারী ধলই ইউনিয়নের এনায়েত পুরের বাসিন্দা।

করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া বিজন পালের পারিবারিক সূত্রে জানাায়, তিনি কয়েক সপ্তাহ যাবৎ জ্বরে ভূগছিলেন। গতকাল রবিবার হঠাৎ করে তাঁর শ্বাস কষ্ট বেড়ে গেলে তাকে প্রথম হাটহাজারী আধুনিক হাসপাতাল পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করা হয়। এছাড়া গতকাল তাঁর শরীর থেকে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়।

এ নিয়ে হাটহাজারীতে করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন ৪ জন।

উল্লেখ্য গত শুক্রবার (৫ জুন) করোন উপসর্গ নিয়ে হাটহাজারীতে দুই সহোদর ও এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়।