অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

স্কয়ার হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান করোনায় মারা গেলেন

0
.

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবার মৃত্যুবরণ করেছেন রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান ডা. মির্জা নাজিম উদ্দিন। আজ রোববার বিকেলে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তথ্যটি নিশ্চিত করে হাসপাতালে কর্মরত এক চিকিৎসক জানান, প্রায় এক মাস আগে করোনাভাইরাসে আক্রান্ত হন ডা. মির্জা নাজিম উদ্দিন। এরপর থেকেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন। সম্প্রতি অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই আজ মৃত্যুর কোলে ঢলে পড়েন।

এদিকে গত একদিনের ব্যবধানে দেশে মরণঘাতী করোনাভাইরাসে রেকর্ড ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ৮৮৮ জনের মৃত্যু হলো। এ ছাড়া একদিনে আরো ২ হাজার ৭৪৩ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬৫ হাজার ৭৬৯ জন।

একদিনের ব্যবধানে দেশে আরো ৫৭৮ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ১৩ হাজার ৯০৩ জন সুস্থ হলেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১.১৪ শতাংশ।

দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর করোনা আক্রান্ত ব্যক্তির প্রথম মৃত্যু ঘটে ১৮ মার্চ।