অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রাম আঞ্চলিক টাস্কফোর্স গঠন করে করোনা মোকাবেলা করুন: ডা.শাহাদাত

0
.

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও বিএনপির মেয়র প্রার্থী ডা.শাহাদাত হোসেন এক বিবৃতিতে বলেছেন, চট্টগ্রাম দিনদিন মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে। করোনা রোগীর জন্য সংরক্ষিত ৩০০ শয্যার বিপরীতে এখন রোগীর সংখ্যা প্রায়ই ৪০০০ হাজারের কাছাকাছি। মানবিক বিপর্যয়ের এই মুহূর্তে রাজনীতির উর্ধ্বে উঠে দল-মত নির্বিশেষে সবাইকে সমন্বিত উদ্যোগের মাধ্যমে করোনা পরিস্থিতি রোধ করার দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। জনগণের পাশে দাঁড়াতে হবে।

আজ বৃহস্পতিবার সকালে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে ডা: শাহাদাত বলেন, জাতীয়ভাবে জাতীয় টাস্কফোর্স এবং আঞ্চলিক ভাবে চট্টগ্রাম আঞ্চলিক টাস্কফোর্স গঠন করেন চট্টগ্রামের সমস্ত রাজনীতিবিদ, চিকিৎসকসহ অন্যান্য পেশাজীবী, সাংবাদিকদের এই টাস্কফোর্স এ অন্তর্ভুক্ত করে করোনা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। চট্টগ্রামের একমাত্র সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা বেড সংখ্যা ৫০০ তে উন্নত করে অন্যান্য ৬ টি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোকে কোভিড হাসপাতালে দ্রুত রূপান্তরিত করে জনগণের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। পাশাপাশি এই আপদকালীন সময়ে চট্টগ্রামকে “রেড জোন ” ঘোষণা দিয়ে আগামী একমাস কারফিউ জারীর মাধ্যমে করানোর সংক্রমণ রোধ করার দ্রুত সিদ্ধান্ত নিতে হবে ।