অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

এক দিনেই করোনা উপসর্গ নিয়ে চবির ৫ জনের মৃত্যু

0
.

একদিনেই করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীসহ পাঁচজন মারা গেছেন। শনিবার (৩০ মে) দুপুর থেকে রাত পর্যন্ত তাদের মৃত্যু হয়।

মারা যাওয়ারা হলেন, আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক সাবরিনা ইসলাম সুইটি, চবির নাট্যকলা বিভাগের সহকারী গ্রন্থাগারিক মাহবুবুল আলম মাসুম, প্রকৌশল দফতরের তৃতীয় শ্রেণির কর্মচারী হুমায়ুন কবির ভুঁইয়া। এছাড়াও চবির যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোদ্দাচ্ছির হোসাইনের বাবা শনিবার রাত সাড়ে বারোটায় করোনা উপসর্গ নিয়ে মারা যান। একই বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ফরিদা নাসরিনের বাবাও মারা গেছেন।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, চবি শিক্ষক, কর্মচারী ও দুই শিক্ষার্থীর বাবার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত। আমরা সংশ্লিষ্টদের পরিবারের খোঁজখবর নিচ্ছি।