অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

করোনা রোগীদের জন্য প্রস্তুত রেলওয়ে হাসপাতাল

0
.

কোভিড-১৯ আক্রান্ত রোগীদের সেবা দিতে তৈরী আছে চট্টগ্রামের সিআরবির বাংলাদেশ রেলওয়ে হাসপাতাল।

আগামী সোমবার (১ জুন) থেকে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী ভর্তি করা হবে হাসপাতালটিতে। ১০০ শয্যায় করোনা রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হবে।

পূর্বাঞ্চল রেলওয়ের প্রধান চিকিৎসা কর্মকর্তা (সিএমও) ডা. সামশুল আলম মো. ইমতিয়াজ বলেন, আমরা ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছি। স্বাস্থ্য অধিদফতর যেদিন থেকে রোগী ভর্তি করাবে ওইদিন থেকে চিকিৎসাসেবা দেওয়া শুরু হবে। দুয়েকদিনের মধ্যে তারা রোগী পাঠাবেন বলে আমাদের জানিয়েছেন।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, সোমবার থেকে আশা করছি আমরা করোনা রোগী সেখানে স্থানান্তর করবো। চিকিৎসক, নার্স প্রস্তুত রাখা হয়েছে। ওই হাসপাতালে করোনা রোগী ভর্তি হলে অন্যান্য হাসপাতালে চাপ কিছুটা হলেও কমবে।

চট্টগ্রামে ইতিমধ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় সেখোনকার হাসপাতালগুলোতে স্থান সংকুলানের সমস্যা সৃষ্টি হচ্ছিল। যার ফলশ্রুতিতে রেলের সঙ্গে আলোচনা সাপেক্ষে রেলওয়ে হাসপাতালে করোনা ইউনিট খোলার সিদ্ধান্ত নেয়া হয়।