অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ঘরোয়া পদ্ধতিতে যেভাবে করোনা মুক্ত হবেন (ভিডিও)

0
.

আমি কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছিলাম। চলতি মে মাসের ৮ তারিখ প্রথম আমার শরীরে উপসর্গ দেখা দেয়। হঠাৎ জ্বর ও সর্দি কাশি শুরু হয়। আমি বাসা থেকে টেলিফোনে বিভিন্ন চিকিৎসকদের ফোন করে তাদের সাজেস্ট অনুযায়ী জ্বর কাশির ঔষধ খাওয়া শুরু করি। পরে ১০ মে আমি চট্টগ্রাম জেনারেল হাসপাতালে করোনার সেম্পল দিয়ে আসি।

ডাক্তারের দেয়া ঔষধের পাশাপাশি আমি ঘরোয়াভাবে গরম পানির ভাফ নেয়া এবং গরম পানি দিয়ে গল গল করাও ও মসলা দিয়ে রং চা খেতে থাকি। পরে ১২ মে আমার করোনা পজেটিভ রিপোর্ট আসার পরদিন আমি ফৌজদার হাট ফিল্ড হাসপাতালে ভর্তি হয়। সেখানে নিয়মিত চিকিৎসার পাশাপাশি আমি ঘরোয়া চিকিৎসা চালিয়ে যেতে থাকি।

১৮ মে আমি হাসপাতালে দ্বিতীয় পরিক্ষা করাই। ২২ মে আমার করোনা রিপোর্ট নেগেটিভ আসে।

করোনা আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার মধ্যে ঘরোয়া পদ্ধতিতে চিকিৎসা সহ বিস্তারিত তুলে ধরেছি এই ভিডিওতে। আশা করি এটি দেখে অনেকে উপকৃত হবেন।

সাইফুল ইসলাম শিল্পী
সম্পাদক, পাঠক ডট নিউজ।

ভিডিও লিংকঃ