অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

করোনায় আক্রান্ত জামায়াত নেতা জাফর সাদেক: ঢাকায় প্রেরণ

0
.

কোবিড-১৯-এ আক্রান্ত হয়েছেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর অধ্যাপক জাফর সাদেক। তাকে জরুরী ভিক্তিতে ঢাকায় নেয়া হয়েছে। তিনি সাতকানিয়া উপজেলার পৌর সদরের বোয়ালিয়া এলাকার বাসিন্দা।

দলীয় সুত্রে এই নেতার করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর জামায়াতের পক্ষ থেকে এক বিবৃতিতে তার (জাফর সাদেকের) সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন জামায়াত নেতারা।

.

জানাগেছে, এ জামায়াত নেতা গত কয়েকদিন আগে অসুস্থ হয়ে পড়লে চট্টগ্রামে একটি বেসরকারি হসপিটালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। গতকাল করোনা পরিক্ষার রেজাল্ট পজিটিভ এলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। আজ মঙ্গলবার সকাল ১১.৩০ মিনিটে বিশেষ অ্যাম্বুল্যান্সযোগে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

এদিকে সংবাদপত্রে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জাফর সাদেকের আশু সুস্থতা কামনা কওে যৌথ বিবৃতি দিয়েছেন জামায়াত নেতারা।

চট্টগ্রাম মহানগর জামায়াতের প্রচার সম্পাদক সাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি মাওলানা আ ন ম শামসুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর মাওলানা মোহাম্মদ শাহজাহান এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াত নেতৃবৃন্দ দেশবাসী ও দলের সকল স্তরের নেতাকর্মীদের কাছে জেলা আমীর জাফর সাদেকের সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করার আহ্বান জানিয়েছেন। একই সাথে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলারও আহবান জানান।